অধিনায়ক ব্রাজিল সমর্থক; দলের চাওয়াতেই মেসির মতো উদযাপন

১৮ ডিসেম্বর ২০২৩

অধিনায়ক ব্রাজিল সমর্থক; দলের চাওয়াতেই মেসির মতো উদযাপন

এশিয়া কাপ ফাইনালের মঞ্চ। সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে তুলে দেওয়া দেওয়া হলো শিরোপা। সেই শিরোপা নিয়ে লিওনেল মেসির মতো দুলে দুলে এগিয়ে গেলেন সতীর্থদের দিকে। শিরোপা উঁচিয়ে ধরলেন সেভাবেই, কাতার বিশ্বকাপ জয়ের পর যেভাবে উদযাপন করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

২০২২ সালের ১৮ ডিসেম্বর ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল ল্যাটিন আমেরিকার দেশটি। এক বছর পর ঠিক এই দিনেই এশিয়া কাপ শিরোপা নিয়ে দেশে ফিরেছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। এদিন সন্ধ্যায় বিসিবিতেও ফটোসেশনের সময় শিরোপা নিয়ে একই ধরনের সেলিব্রেশন করে দেখিয়েছেন যুব টাইগাররা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন সেলিব্রেশনের কারণ জানিয়েছেন অধিনায়ক মাহফুজুর।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, আসলে কাউকে অনুসরণ করার বিষয় না। আমি নিজে ব্রাজিল সমর্থন করি। মেসির সেলিব্রেশন করাটা আসলে আমার দল খুব উপভোগ করে। দলের জন্যই এই সেলিব্রেশনটা করা। শুধু আর্জেন্টিনার সমর্থক নয়, এই সেলিব্রেশন করলে সবাই খুব চাঙা থাকে। এ জন্যই

দলকে চাঙ্গা রাখাটা এই সময়ে অধিনায়ক মাহফুজুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সামনেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আবারও শিরোপা পুনরুদ্ধার করতে চায়। মাহফুজুর বললেন, প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছি, এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে, এর জন্য আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। এশিয়া কাপ থেকে খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।

মন্তব্য করুন: