সৌম্যর সমস্যা কী, আমি জানি না: হাথুরুসিংহে

১৯ ডিসেম্বর ২০২৩

সৌম্যর সমস্যা কী, আমি জানি না: হাথুরুসিংহে

টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য হিসেবে পরিচিত সৌম্য সরকার আবারও জাতীয় দলে সুযোগ পেয়ে ব্যর্থ হলেন। অথচ এবার তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই দলে এসেছিলেন। জাতীয় দলে ফেরার পর সৌম্যর আবার কী হয়ে গেল- সেটা বুঝতে পারছেন না স্বয়ং হাথুরুসিংহেও!

সৌম্য তার সর্বশেষ পাঁচ ওয়ানডের তিনটিতেই ডাক মেরেছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে যান। এর আগে বল হাতে ৬ ওভারে ৬৩ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌম্যকে নিয়ে হাথুরুসিংহে বলেন, গত পাঁচ ম্যাচ? আমি জানি না। আমি তাকে এবার কেবল এক ম্যাচ দেখলাম। আমি জানি না, তার কী সমস্যা। সে তো ঘরোয়া ক্রিকেটে রান করছিল।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্যকে কেন খেলানো হয়েছে, সে ব্যাপারও যুক্তি দেখিয়েছেন হাথুরুসিংহে। সৌম্যর কারণে স্বীকৃত কোনো পঞ্চম বোলারও নেয়নি বাংলাদেশ। কিন্তু সৌম্য হতাশ করেছেন। হাথুরু বলেন, গত ম্যাচেও রিশাদকে খেলানোর জন্য আমরা উদ্‌গ্রীব ছিলাম। কিন্তু এখানে আমাদের পরিসংখ্যান ভালো না, সব ম্যাচই হেরেছি। শুরুতে অনেক উইকেট পড়ে যায়। এই কারণে বাড়তি একজন ব্যাটার আমরা রাখতে চেয়েছি।

মন্তব্য করুন: