কারেনের রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স

১৯ ডিসেম্বর ২০২৩

কারেনের রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স

নিলামে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখালেন সদ্য বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে কামিন্সের দাম উঠেছে ২০ কোটি রুপির বেশি! মঙ্গলবার দুবাইয়ে চলমান নিলামে তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়ে হায়দরাবাদ। এজন্য অবশ্য চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে।

এতদিন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ইংল্যান্ডের স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। যৌথভাবে দুজনেই পেয়েছেন ১৭ কোটি রুপি।

দল পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামিন্স বলেছেন, আইপিএলের আগামী আসরে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। অরেঞ্জ আর্মিদের সম্পর্কে আমি অনেক শুনেছি। হায়দরাবাদে আমি বেশ কয়েকবার খেলেছি এবং সবসময় সেখানে খেলতে ভালো লাগে। নতুন আসর শুরু করার তর সইছে না। একই দলে সতীর্থ হিসেবে ট্রাভিস হেডকে পেয়ে আরও ভালো লাগছে। আশা করি এবারের আসরে খুব মজা হবে এবং সাফল্য পাব।

মন্তব্য করুন: