কামিন্স নন, আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় এখন স্টার্ক!
১৯ ডিসেম্বর ২০২৩
এক ঘণ্টাও টিকল না প্যাট কামিন্সের রেকর্ড! দুবাইয়ে চলমান আইপিএল নিলামে রেকর্ড ২০ কোটি ৫০ লাখে ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে কামিন্সকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কে জানত, ঘণ্টা পার হতেই ইতিহাস পাল্টে দেবেন তারই স্বদেশি মিচেল স্টার্ক? অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেছনে ফেলে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আট বছর পর আইপিএলে খেলার জন্য স্টার্ক যখন নিলামে নিজের নাম লেখালেন, তখনই অনুমেয় ছিল এই দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ীকে দলে পেতে তুমুল লড়াই করবে ফ্রাঞ্চাইজিগুলো। কিন্তু লড়াইটা যে আইপিএলের সব রেকর্ড ভেঙে দেবে তা হয়তো কেউ কল্পনাও করেনি।
মঙ্গলবার ২ কোটি রুপি ভিত্তি মূল্যের স্টার্ককে নিজেদের করে পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে চারটি ফ্রাঞ্চাইজি, যার শুরুটা হয় দিল্লি আর মুম্বাইয়ের লড়াই দিয়ে। মুহূর্তেই তা পৌঁছে যায় ৮ কোটিতে। কিন্তু তখনও এই দুই ফ্রাঞ্চাইজি ছাড়া স্টার্ককে পেতে কাড়াকাড়ি শুরু করেনি কেউই। ৯ কোটি ৮০ লাখ রুপিতে তৃতীয় ফ্রাঞ্চাইজি হিসেবে নিলামে যোগ দেয় কলকাতা। আর ১০ কোটি হতেই যুক্ত হয় গুজরাটও।
এরপরের লড়াইটা শুধু কলকাতা আর গুজরাটের। এক পর্যায়ে যখন ভাবা হচ্ছিল ১৭ কোটি ৭৫ লাখ রুপিতে দুইবারের শিরোপাজয়ী নাইট রাইডার্সে যাচ্ছেন স্টার্ক, তখনই সবাইকে অবাক করে ১৮ কোটি রুপির ডাক দেয় গত আসরের রানার্স-আপ গুজরাট। ফলে আবারও জমে ওঠে স্টার্কের ভাগ্য।
শেষ পর্যন্ত ১০ মিনিটের বেশি সময় ধরে চলার পর নিলাম থেকে সরে দাঁড়ায় গুজরাট। আর এতেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে কলকাতায় যোগ দেন স্টার্ক। একই সঙ্গে মাঠে নামার আগেই ৮ বছর পর আইপিএলে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন এই অজি পেসার।
২০১৫ সালে শেষ বেঙ্গালুরুর হয়ে আইপিএল মাতান স্টার্ক। সেই আসরে ১৩ ম্যাচে ১৪ দশমিক ৫৫ গড়ে ২০ উইকেট নিয়ে হন আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]
মন্তব্য করুন: