যে কারণে আইপিএল নিলামে নাম নেই তাসকিন-শরীফুলের
১৯ ডিসেম্বর ২০২৩
ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দলের মাঝে সবসময় শেষেরটাই বেছে নেন তাসকিন আহমেদ। যে কারণে আইপিএলে তার চাহিদা থাকলেও খেলা হয়ে ওঠে না। মঙ্গলবার দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। অথচ, এই নিলাম থেকে আগেই বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের নাম প্রত্যাহার করা হয়েছে। শর্তসাপেক্ষে নিলামে নাম আছে আরেক পেসার মুস্তাফিজুর রহমানের।
আগামী বছর মার্চের মাঝামাঝি কোনো এক সময়ে শুরু হবে আইপিএলের পরবর্তী আসর। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিলামে দল পেলে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তাসকিন আর শরীফুলকে অনুমতি দেয়নি। যে কারণে তাদের নাম নিলাম থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজের নাম উঠেছে নিলামে।
নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ লাখ রুপি, শরিফুলের ৫০ লাখ রুপি। এই দুজনকে যে ২০২৪ আসরে পাওয়া যাবে না, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে জানিয়ে দিয়েছে বিসিবি। অন্যদিকে গত দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। তবে এবার তাকে আর ধরে রাখেনি দলটি। ২ কোটি ভিত্তিমূল্যে মুস্তাফিজকে তাই নিলামে উঠতে হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুস্তাফিজ অবিক্রিত থেকে গেছেন।
উল্লেখ্য, আফগানিস্তান, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সব ক্রিকেটারকে পুরো আইপিএলে খেলার অনুমতি দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের শর্তসাপেক্ষে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: