ডেভিড ওয়ার্নারকে ‘ব্লক’ করেছে হায়দরাবাদ

১৯ ডিসেম্বর ২০২৩

ডেভিড ওয়ার্নারকে ‘ব্লক’ করেছে হায়দরাবাদ

আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের সম্পর্কের তিক্ততা যে কোথায় গিয়ে ঠেকেছে, সেটা সামনে এলো আরেকবার। স্বয়ং ওয়ার্নারই বিষয়টি সামনে এনেছেন। আইপিএল নিলামে দল পাওয়া ট্রাভিস হেডকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি আবিস্কার করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ তাকে ব্লক করেছে!

অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডকে মঙ্গলবারের নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ। এরপরই ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ওয়ার্নার লিখেছেন, ট্রাভিস হেডকে নিয়ে একটা রিপোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ আমাকে ব্লক করেছে।

নিলাম থেকে ক্রিকেটারদের দলভূক্ত করার পর সাধারণত সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। ওয়ার্নার হয়তো হেডকে নিয়ে হায়দরাবাদের পোস্ট শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু ব্লকড হওয়ায় পারেননি। আরেকটি স্টোরিতে ওয়ার্নার একটি স্ক্রিনশট দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে সানরসাইজার্স হায়দরাবাদেরর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে তাকে ব্লক করা হয়েছে!

একটা সময় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। দুই মৌসুম আগে ফর্ম হারিয়ে ফেলা ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, একাদশ থেকে বাদ দিয়ে ম্যাচের পর ম্যাচ তাকে ডাগ আউটে বসিয়ে রাখত হায়দরাবাদ কর্তৃপক্ষ! এরপর হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়ার্নার পাড়ি জমান দিল্লি ক্যাপিটালসে। পেয়ে যান নেতৃত্বও। কিন্তু হায়দরাবাদের সঙ্গে তার সম্পর্কের যে উন্নতি হয়নি, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

মন্তব্য করুন: