আইপিএলের সবচেয়ে দামী ৫ ক্রিকেটার
১৯ ডিসেম্বর ২০২৩
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা দেখতে যেমন ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন, তেমনি আলাদা রোমাঞ্চ তৈরি করে খেলোয়াড় কেনার জন্য আয়োজিত লিগটির নিলাম। এবার তো এই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে দলে নিতে হয়েছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। দেখে নেয়া যাক বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটির ইতিহাসে সবচেয়ে দামী পাঁচ ক্রিকেটার কারা।
মিচেল স্টার্ক:
মঙ্গলবার আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এক ঘণ্টাও এই রেকর্ডটি টেকেনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দুই কোটি ভিত্তিমূল্যের স্টার্ককে নিয়ে কলকাতা ও গুজরাট টাইটান্সের তুমুল লড়াইয়ের পর এই পেসার বনে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।
প্যাট কামিন্স:
জাতীয় দলের সতীর্থ স্টার্কের কলকাতার কেনার আগ পর্যন্ত অজি অধিনায়কই ছিলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। জাতীয় দলের জন্য গত আসরের আইপিএলে খেলেননি কামিন্স। এবার লিগটিতে ফিরলেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে।
স্যাম কারেন:
২০২৪ সালের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কারেনই ছিলেন লিগটির সবচেয়ে দামি ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএলে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। নিলামে আসার আগে তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন। নিলাম ছাড়াও সব মিলিয়ে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়ে গিয়েছিলেন তিনি।
ক্যামেরন গ্রিন:
গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন গ্রিন। তাকে ১৭ কোটি ৫০ লাখ রুটিতে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াই করেছিল দলটি। এবার নিলামের আগেই তাকে বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দেয় মুম্বাই।
বেন স্টোকস:
গত আসরে এই ইংলিশ অল-রাউন্ডারকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই। স্টোকসের জন্য লড়াই করেছিল সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্নৌ সুপার জায়ান্টস ও চেন্নাই। চোটের কারণে অবশ্য কেবল দুই ম্যাচ খেলতে পেরেছিলেন স্টোকস। এবারের আইপিএলের নিলামে তিনি নাম দেননি।
মন্তব্য করুন: