নতুন বলে উইকেট হারানোকে পরাজয়ের কারণ বলছেন শান্ত

২০ ডিসেম্বর ২০২৩

নতুন বলে উইকেট হারানোকে পরাজয়ের কারণ বলছেন শান্ত

১৯টি ওয়ানডে খেলেও নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেল না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের হারের পর তাই স্বভাবতই হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের কারণ হিসেবে দেখছেন ব্যাটিং-বোলিং উভয় বিভাগে ব্যর্থতাকে।

বুধবার বাংলাদেশ আগে ব্যাটিং করে তুলেছিল ২৯১ রান, যার মধ্যে সৌম্য সরকার একাই করেন ১৬৯ রান। একাদশের বাকিরা মিলেও করতে পারেননি সৌম্যর সমান রান। প্রথম পাওয়ার প্লেতেই তিনটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাছাড়া প্রথম চার উইকেটে পঞ্চাশোর্ধ জুটি নেই একটিও। নতুন বলে এতগুলো উইকেট হারানোকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন শান্ত।

“উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে।”

আরেকদিকে দুর্দান্ত বোলিংয়ের পরও সন্তুষ্ট নন স্বাগতিক অধিনায়ক টম ল্যাথাম। ভালো শুরু করার পরও বেশি রান দিয়েছেন বলে মনে করেন তিনি।

“আমরা সম্ভবত কিছুটা বেশি রান দিয়ে দিয়েছিলাম। ১০ ওভার পর আমরা যে অবস্থায় ছিলাম, ভেবেছিলাম আমরা দাপট দেখাচ্ছি। এরপর তারা দু-একটা জুটি গড়েছে, সৌম্য দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। এই মাঠে যখন উইকেটে বোলাদের জন্য কিছুই থাকে না, তখন থামানো কঠিন।”

২৯২ রানের লক্ষ্য দিয়ে লড়াইটা জমিয়ে তুলতে পারেননি বাংলাদেশি বোলাররা, টানা বাউন্ডারি হজম করেছেন অনেকবার। পাশাপাশি ফিল্ডিংয়েও ব্যর্থ ছিল খেলোয়াড়রা। বোলারদের ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, “আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত।”

বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্য করুন: