ফারজানার শতককে ম্লান করে সিরিজে ফিরল দ. আফ্রিকা

২১ ডিসেম্বর ২০২৩

ফারজানার শতককে ম্লান করে সিরিজে ফিরল দ. আফ্রিকা

ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে বাংলাদেশের মেয়েদেরকে একটি ভালো সংগ্রহ এনে দেন ওপেনার ফারজানা হক। কিন্তু দুটি শতরানের জুটিতে দক্ষিণ আফ্রিকা মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

বুধবার প্রচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ, যার শুরুটা করেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। ২৮ রান করা শামিমা ফিরলে ভাঙে ৪৮ রানের জুটি। আগের ম্যাচের ঐতিহাসিক জয়ের নায়ক মুরশিদা খাতুন (৮) এই ম্যাচে ফেরেন দ্রুতই।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে (১৩) নিয়ে ৬৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন ফারজানা। গড়েন ৫৮ রানের জুটি। তবে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেগ পেতে হয় এই দুই ব্যাটারকে। এর মাঝে ৯০ বলে অর্ধ-শতক হাঁকান ফারজানা।

চতুর্থ উইকেটে ফাহিমা খাতুন সঙ্গে নিয়ে দলের খাতায় দ্রুত যোগ করতে থাকেন ফারজানা। একই সঙ্গে তুলে নেন নিজের দ্বিতীয় শতক। মেয়েদের ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে দুটি শতকের মালিক এখন ডানহাতি এই ব্যাটার। শেষ ওভারে ১০২ রান করে ফারজানা রান-আউটে কাটা পড়লে ১০৮ বলে ৯২ রানের জুটিটি ভাঙে। ৪৮ বলে ৪৬ রান করে ফাহিমা অপরাজিত থাকেন।

২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা স্বাগতিক ব্যাটারদের কোনো চাপেই ফেলতে পারেনি বাংলাদেশ। তিন অর্ধ-শতকে ২৯ বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা।

উদ্বোধনী জুটিতে দলের খাতায় ১০৬ রান যোগ করেন অধিনায়ক লরা উলভার্ড ও তাজমিন ব্রিটজ। তাদের এই জুটি ভাঙতে বাংলাদেশ মেয়েদের অপেক্ষা করতে হয় ২৫ ওভার পর্যন্ত। ব্রিটজকে (৫০) ফিরিয়ে এই জুটি ভাঙেন রিতু মনি। পরের বলেই ৫৪ রান করা উলভার্ডকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর আভাস দেন ফাহিমা। কিন্তু তৃতীয় উইকেটে অ্যানাকে বশ (৬৫) ও সানে লাস (৪৭) জুটি ১১৭ রান যোগ করে ম্যাচকে বাংলাদেশের হাত থেকে নিজেদের করে নেয় প্রোটিয়ারা।   

শনিবার বেনোনিতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হয়ে এই দুই দল। ম্যাচটি জিতলেই সরাসরি ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাবে বাংলাদেশের মেয়েরা।

মন্তব্য করুন: