আইপিএলে খেলা হবে না হার্দিকের?
২৪ ডিসেম্বর ২০২৩
মোটা অংকের বিনিময়ে গুজরাট টাইটান্স থেকে একরকম ভাগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আনা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের ওপর তুলে দেওয়া হয় নেতৃত্বভার। এবার সেই হার্দিকের আইপিএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্বকাপে পাওয়া গোড়ালির চোট থেকে তিনি এখনও সেরে ওঠেননি। আইপিএলের আগে সুস্থ হতে পারবেন কিনা- সেটা নিয়েও নাকি সংশয় আছে।
গোঁড়ালির চোটের কারণে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি। ভারতের কিছু গণমাধ্যম জানিয়েছে, আগামী বছরের মার্চের মাঝামাঝি সময়ে আইপিএল শুরু হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে। হার্দিকের চোট সারতে লম্বা সময় লাগবে বলে শোনা যাচ্ছে। কিন্তু বিসিসিআই কী বলছে?
হার্দিকের চোট নিয়ে তোলপাড় শুরুর পর এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেছেন, “আমরা প্রতিদিনই হার্দিকের ইনজুরির দিকে নজর রাখছি। সে এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য পুনর্বাসন চালিয়ে যাচ্ছে। সে পুরোপুরি ফিট হলেই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আফগানিস্তান সিরিজের আগে হার্দিক সুস্থ হতেও পারে। তব এখনই কিছু বলা যাচ্ছে না।”
এবারের আইপিএল নিলামের আগে নাটকীয়ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই। হার্দিকের পুরনো দল গুজরাট তাকে ধরে রেখেছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বাইয়ে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অল-রাউন্ডারকে বেঙ্গালেরের কাছে বিক্রি করে মুম্বাই। এরপর নিলামের ঠিক আগমুহূর্তে হার্দিককে অধিনায়ক বানিয়ে দেয় মুম্বাই। যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল ভারতের ক্রিকেটাঙ্গনে। হার্দিক যদি সত্যিই আইপিএল খেলতে না পারেন, তাহলে কি রোহিতের কাঁধেই ফের চাপানো হবে নেতৃত্বভার?
মন্তব্য করুন: