`মিরপুরের কিং` মুস্তাফিজকে যে কারণে দলে নিয়েছে চেন্নাই

২৪ ডিসেম্বর ২০২৩

`মিরপুরের কিং` মুস্তাফিজকে যে কারণে দলে নিয়েছে চেন্নাই

আইপিএলের পরবর্তী আসরে বাংলাদেশের প্রতিনিধি একমাত্র মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপাধারী অন্যতম দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি মাঠে নামবেন। যার নেতৃত্বে আছেন মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে বিবর্ণ পারফরম্যান্সের কারণে মনে হয়েছিল, এবারের আইপিএলে মুস্তাফিজ দল নাও পেতে পারেন। কিন্তু নিলামে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় চেন্নাই। এবার জানা গেল এর আসল কারণ।

চেন্নাইয়ে শনিবার জুনিয়র সুপার কিংস-এর উদ্বোধনী আয়োজনে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথান বলেছেন, যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে কেনার পরিকল্পনা ছিল। আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং বাউন্ডারি লাইন বিবেচনায় মুস্তাফিজুর রহমানের ওপর বাজি ধরা যেতেই পারে। আমাদের চিন্তাভাবনা এমন ছিল। তবে নিশ্চিত ছিলাম না, তাদের আমরা পাব কি না। সৌভাগ্যবশত, আমাদের এবারের নিলাম বেশ ভালোই কেটেছে।

চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়াম আইপিএলে চেন্নাইয়ের ঘরের মাঠ হিসেবে পরিচিত। মুস্তাফিজ সাধারণত মিরপুরের মতো ধীরগতির উইকেটে দুর্দান্ত বোলিং করেন। মিরপুরের সাথে বেশ মিল আছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের। সাধারণত এখানকার উইকেট ধীরগতির হয়, বল কিছুটা থেমে আসে। এই মাঠের দুই পাশের সীমানাও বেশ বড়। সব মিলিয়ে এই মাঠ মুস্তাফিজের মতো বোলারদের জন্য আদর্শ। এই মাঠের সুবিধা আদায় করতেই মূলত মুস্তাফিজকে কিনেছে চেন্নাই।

মন্তব্য করুন: