স্টিভ ওয়াহকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার

২৬ ডিসেম্বর ২০২৩

স্টিভ ওয়াহকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার

পারফরম্যান্সের বিচারে বছরজুড়ে অচেনাই ছিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। বছরের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সমালোচনা শুনে, আর চেনা ছন্দ খুঁজে। তবে বছরের শেষদিকে ব্যাট হাতে দারুণ সময় কাটছে তার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠেছেন ওয়ার্নার। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি রিকি পন্টিং।

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টের আগেও তালিকার তিনে ছিলেন ওয়ার্নার। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ ওয়াহর চেয়ে তিনি মাত্র ২০ রানে পিছিয়ে ছিলেন। ওয়ার্নার যে প্রথম ইনিংসেই ওয়াহকে ছাড়িয়ে যেতে পারবেন, সেটা অনুমেয়ই ছিল। তবে ২ রানেই আউট হতে পারতেন অজি ওপেনার। পাকিস্তানি ফিল্ডার আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ হাতছাড়া করায় তিনি জীবন পান।

হাসান আলীর করা ইনিংসের ১৬তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে ওয়াহকে টপকে যান ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৮ রানে সাজঘরে ফিরলেও তার নামের পাশে রয়েছে ১৮ হাজার ৫১৫ রান। সব সংস্করণে মোট ৪৬০ ইনিংস খেলে তার শতক ৪৯টি, অর্ধশতক ৯৩টি এবং গড় ৪২.৫৬।

ক্যারিয়ারের ৫০তম শতক থেকে মাত্র এক ধাপ পিছিয়ে আছেন ওয়ার্নার। চলতি ম্যাচের দ্বিতীয় ইনিংস বা সিডনির বিদায়ী টেস্টেই তিনি এই মাইলফলক ছুঁতে চাইবেন। সাদা পোশাকে তার শতক ২৬টি, ওয়ানডেতে ২২টি ও টি-টুয়েন্টিতে একটি।

ওয়াহকে ছাড়িয়ে যেতে পারলেও শীর্ষে থাকা পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ হয়তো পাবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জার্সিতে পন্টিং মোট ২৭ হাজার ৩৬৮ রান করেছেন, যেখানে ওয়ার্নার পিছিয়ে আছেন ৮ হাজার ৮০০ রানেরও বেশি ব্যবধানে। ৬৬৭ ইনিংস খেলা পন্টিংয়ের গড় ৪৫.৮৪, শতক ৭০ ও অর্ধশতক ১৪৬টি। তিনে নেমে আসা ওয়াহ খেলেছেন ৫৪৮টি ইনিংস। ৪১.৫৬ গড়ে করেছেন ১৮ হাজার ৪৯৬ রান, শতক করেছেন ৩৫টি, অর্ধশতক ৯৫টি।

মন্তব্য করুন: