দ. আফ্রিকায় ভালো খেলে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে ফারজানা

২৬ ডিসেম্বর ২০২৩

দ. আফ্রিকায় ভালো খেলে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে ফারজানা

নারীদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেরা বিশে ছিলেন ফারজানা হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। ১০২ রানের অসাধারণ এক ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়েছেন। মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে উঠে এসেছেন ফারজানা।

তিন ম্যাচের সিরিজ হারলেও ব্যাটে বলে খারাপ ছিল না বাংলাদেশের পারফরম্যান্স। সিরিজে বল হাতে ভালো পারফরম্যান্স করে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন স্পিনার রাবেয়া খানও। চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন তিনি।

অল-রাউন্ডার রিতু মনি এগিয়েছেন ব্যাটার-বোলার উভয় বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম স্থানে, আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০ নম্বরে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে সিরিজের শেষ ম্যাচে শতক করা তাজমিন ব্রিটস এগিয়েছেন ৩২ ধাপ, অবস্থান করছেন ৪১ নম্বরে। একই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট চার নম্বরেই আছেন। তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শেষের দুটি ম্যাচে ৫০ ও ১১৮ রানের ইনিংস খেলা আনিকা বোশ আছেন ৭০ নম্বরে, এগিয়েছেন ৭১ ধাপ!

মন্তব্য করুন: