আধমরাদের ঘা মেরে তুই বাঁচা
২৭ ডিসেম্বর ২০২৩
‘ওরে নবীন, ওরে আমার কাঁচা… আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’- জীর্ণতার প্রাচীর ভেঙে নতুন দিনের আশা জাগাতে এভাবেই কবিতার ছন্দে তরুণদের আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর কবিতার মতোই বাংলাদেশের ক্রিকেটে এখন নবীনদের জয়গান। নবীনদের হাতেই গড়া হচ্ছে নতুন ইতিহাস, ধরা দিচ্ছে অভাবনীয় সব সাফল্য। জাগছে নতুন আশা। বছরের শেষে এসে তিন ফরম্যাটেই ধরা দিচ্ছে সাফল্য। বিশ্বকাপের জরাগ্রস্ত পারফর্মেন্সে ‘আধমরা’ হয়ে পড়া দলটি যার নেতৃত্বে আবার জেগে উঠল, তিনি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় সেই ওয়ানডে বিশ্বকাপে ‘ভারপ্রাপ্ত’ হয়েছিলেন, এরপর থেকে শান্তর ওপরই নেতৃত্বের ভার বহাল রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে বেশি ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হওয়া সেই নাজমুল হোসেন শান্তর হাত ধরেই পরপর তিনটি নতুন ইতিহাস গড়ে ফেলল টিম টাইগার। দেশের মাটিতে যে নিউ জিল্যান্ডকে কখনই সাদা পোশাকে হারানো যায়নি, সেই ঘটনা ঘটিয়েই শুরুটা হলো। সেটা আবার মিরপুরের কুখ্যাত ধীরগতির বাজে উইকেটে নয়, রীতিমতো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে। জয় এলো ১৫০ রানের বিশাল ব্যবধানে।
দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ড্র করার পর নিউ জিল্যান্ডের মাটিতে সাদা বলের সফরেও নেতৃত্বভার পেলেন শান্ত। যেখানে এর আগে কখনই স্বাগতিকদের সাদা বলে হারাতে পারেনি বাংলাদেশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবার সেটাই দেখা গেল। গত ২৩ ডিসেম্বর নেপিয়ারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে প্রথমবার কিউইদের তাদের মাটিতে ওয়ানডেতে হারিয়ে দেয় টিম টাইগার। ১৯ বারের চেষ্টায় প্রথম জয়। ৪ দিনের ব্যবধানে সেই নেপিয়ারেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ধরাশায়ী হলো নিউ জিল্যান্ড। এবারের জয় ৫ উইকেটে। ম্যাচজুড়ে গোটা দলকে শান্ত যেভাবে উজ্জীবিত রাখলেন, নেতৃত্বে যেভাবে মেধার বিচ্ছুরণ ঘটালেন, তাতে তাকে কুর্নিশ জানাতেই হয়।
এই তো গত মাসেই বাংলাদেশের ক্রিকেট ক্রান্তিকাল অতিক্রম করছিল। সাকিব-তামিম বিতর্কের প্রভাব পড়েছিল বিশ্বকাপে। জঘন্য পারফর্মেন্সে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ শেষে সেই দলটি তথাকথিত ‘সিনিয়র’দের ছাড়া এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে কে জানত? ওয়ানডে সিরিজে তবু মুশফিক ছিলেন, টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে শুধুই তারুণ্যের জয়গান। যার কেন্দ্রে থাকা ক্রিকেটারটির নাম নাজমুল হোসেন শান্ত। শুধু নেতৃত্ব নয়, ব্যাট হাতেও এই বছর দেশের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। কথায় নয়, পারফর্মেন্স দিয়েই অনতিবিলম্বে তিন ফরম্যাটের স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার জোর দাবি জানাচ্ছেন এই তরুণ তুর্কী। বিসিবি কি শুনতে পাচ্ছে?
মন্তব্য করুন: