ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য উইন্ডিজ সিরিজ খেলবেন না ওয়ার্নার
২৮ ডিসেম্বর ২০২৩
আগামী সপ্তাহেই সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার জানা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে তার খেলার সম্ভাবনা নেই। সিরিজ চলাকালে তার সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টিতে (আইএল টি-টুয়েন্টি) খেলার কথা রয়েছে।
আগামী ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইএল টি-টুয়েন্টি চলবে। এই টুর্নামেন্টে খেলার জন্য দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। অন্যদিকে ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পর সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ লিগ খেলবেন ওয়ার্নার। তবে থান্ডার ফাইনালে পা রাখলেও সেই ম্যাচে ওয়ার্নারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, আইএল টি-টুয়েন্টি খেলতে ওয়ার্নার অনাপত্তিপত্রের জন্য আবেদন করবেন বলে তিনি আশা করছেন, “আমার মতে, উত্তরটা ছোট করে ‘হ্যাঁ’ বললেই চলে। আমি জানি সে বিবিএলের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এতে তার ভুল হয়েছে বলে আমার মনে হয় না। এমন একটা সময় আসবে যখন সে নির্দিষ্ট কিছু খেলা ও সফর বাদ দিতে চাইবে। কিছু লোক এটা পছন্দ করবে না, তবে আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি এবং আমাদের এটা মেনে নিতে হবে।”
স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আগামী বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে চান না ওয়ার্নার। ওয়ানডে বিশ্বকাপ চলাকালে এমনটাই জানিয়েছিলেন তিনি, “আমি চুক্তিবদ্ধ হব না, অবশ্যই না। এটা এমন কিছু যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে আমার ক্যারিয়ারের এই পর্যায়ে। তাই আমি চুক্তিবদ্ধ হতে চাই না।”
মন্তব্য করুন: