কাজী সালাউদ্দিনের দেহে সফল অস্ত্রোপচার

২৮ ডিসেম্বর ২০২৩

কাজী সালাউদ্দিনের দেহে সফল অস্ত্রোপচার

হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন দেশের কিংবদন্তি ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। 

অস্ত্রোপচারের পর কাজী সালাউদ্দিনকে রাখা হয়েছে আইসিউতে। কাজী সালাউদ্দিনের পরিবারের বরাত দিয়ে বাফুফে জানিয়েছে, অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কাজী সালাউদ্দিন। 

এর আগে গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে কাজী সালাউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। গত কিছুদিন কাজী সালাউদ্দিনের আনুসাঙ্গিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে এনে তাকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন।

মন্তব্য করুন: