সাদা পোশাকে মেলবোর্নকে বিদায় জানালেন ওয়ার্নার
২৮ ডিসেম্বর ২০২৩
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাদা জার্সিতে আর এই মাঠে নামা হবে না তার। ব্যাট হাতে আশানুরূপ পারফরম্যান্স না করলেও দর্শকরা তাকে বিদায় জানালেন সম্মান দিয়েই।
অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার আগেই ঘোষণা দিয়েছিলেন যে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই তিনি ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটকে বিদায় জানাবেন। তাই মেলবোর্নের বাইশ গজে শেষবার ব্যাট হাতে মাঠে নামার সময় দর্শকরা দাড়িয়ে হাততালি দিয়ে ওয়ার্নারকে সম্মান জানান। মাত্র ৬ রানের ইনিংস খেলে আউট হন ওয়ার্নার।
আশানুরূপ পারফরম্যান্স না করতে পারার হতাশা নিয়ে যখন তিনি মাথা নিচু করে সাজঘরে ফিরছিলেন, তখন পুরো গ্যালারি আবারও তাকে হাততালি দিয়ে বিদায় জানায়। ওয়ার্নারও ব্যাট তুলে দর্শকদের সম্মান গ্রহণ করেন। মাঠ ছাড়ার সময় নিজের গ্লাভস দিয়ে দেন এক ক্ষুদে ভক্তকে।
অস্ট্রেলিয়ার হয়ে আর মাত্র একটি টেস্ট খেলবেন ওয়ার্নার। জীবনের শেষ টেস্টটি তিনি সিডনিতে খেলতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও তার সেই আবেদন মেনে নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
মেলবোর্ন টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের ব্যর্থতার পর মাত্র ১৬ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। এমন অবস্থা থেকে দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও মিচেল মার্শ, গড়েন ১৫৩ রানের জুটি। স্মিথ সাজঘরের পথ ধরেন ৫০ রান করে, আর মার্শ আউট হন ৯৬ রানের ইনিংস খেলে।
মন্তব্য করুন: