সেই মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাসের অপেক্ষা
২৯ ডিসেম্বর ২০২৩
মাউন্টন মঙ্গানুইয়ের বে ওভাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছে সেই দুই বছর আগেই। নিউ জিল্যান্ডের মাটিতে এবারের সফরে এখন পর্যন্ত দুটি জয় পেয়েছে বাংলাদেশ, সামনে আরও হয়তো পাবে। কিন্তু মাউন্ট মঙ্গানুই একটা আলাদা জায়গা ধরে রাখবে সবসময়। কারণ, দুই বছর আগে এখানেই তো নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। যে কোনো ফরম্যাট মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়। এবার সেই ভেন্যুতেই নতুন ইতিহাসের অপেক্ষা।
চলতি সফরে সাকিব-তামিমদের ছাড়াই প্রথমবার ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে ১২টা ১০ মিনিটে এই মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। তিন দিনের ব্যবধানে নিউজিল্যান্ডকে তাদের আঙিনায় পরপর দুবার হারিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই বে ওভালে আজ দেখা যেতে পারে নতুন ইতিহাস।
নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের আসলে হারানোর কিছু থাকে না। নিশ্চিত পরাজয় জেনেই প্রতি বছর সিরিজ খেলতে যেত বাংলাদেশ দল। এবার ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউ জিল্যান্ডের উদ্দেশে যাওয়ার আগে বলেছিলেন, তারা জেতার জন্যই যাচ্ছেন। শুধু মুখের কথায় নয়, কাজেও সেটা করে দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর দল। টি-টুয়েন্টি দলটিতে তো কোনো সিনিয়রই নেই। ওয়ানডেতে ছিলেন শুধু মুশফিকুর রহিম। তাই এই দলটিকে বলা হচ্ছে নতুন দিনের নতুন বাংলাদেশ দল। যারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।
ম্যাচের আগের দিন সহকারী কোচ নিক পোথাসও এমনই বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ আমাদের সামনে। ছেলেদের আগের উদ্যম নিয়েই মাঠে নামতে হবে। তবে ভুলে যাবেন না তারা (নিউজিল্যান্ড) বিশ্বের অন্যতম সেরা দল। চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি। আপনি যে বল মোকাবিলা করছেন, শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের দুই বল কী হবে, তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই।”
মন্তব্য করুন: