রান আউটের সুযোগ পেয়েও করলেন না শরীফুল
২৯ ডিসেম্বর ২০২৩
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ নিজেদের করে নেওয়া। আর স্বাগতিকদের লক্ষ্য ছিল আগের ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো। এমন অবস্থায় নিশ্চিত রান আউট করার সুযোগ পেয়েও তা ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের শরীফুল ইসলাম। একই সঙ্গে তৈরি করেন স্পোর্টসম্যানশিপের দারুণ এক উদাহরণ।
শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ওভারে। ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলের জোরালো শট গিয়ে লাগে অপর প্রান্তে থাকা টিন সাইফার্টের হেলমেটে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান এই কিউই ওপেনার। দৌড়ে গিয়ে বলটি ধরেন বোলার শরীফুল।
কিন্তু সে সময় ক্রিজের বাইরে ছিলেন সাইফার্ট। ফলে শরীফুলের সামনে সুযোগ ছিল ডানহাতি এই ব্যাটারকে রান আউট করার। কিন্তু তা না করে বাঁহাতি এই পেসার দেখতে যান সাইফার্ট ঠিক আছেন কি না। আর শরীফুলের এই ঘটনা পরে বেশ আলোচনার সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই এটিকে স্পোর্টসম্যানশিপের ভালো এক উদাহরণ হিসেবেই আখ্যা দিয়েছেন।
মন্তব্য করুন: