মাত্র ১১০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

৩১ ডিসেম্বর ২০২৩

মাত্র ১১০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হলো বাংলাদেশের। ৪ বল বাকি থাকতেই নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে গেছে মাত্র  ১১০ রানে। হোসেনরা৷ দলের কেউ ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান এসেছে শান্তর ব্যাট থেকেই। নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্যান্টনার।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউ জিল্যান্ড। লিটন দাস না থাকায় সৌম্য সরকার তার প্রিয় পজিশন ওপেনিংয়ে জায়গা করে নেন। তবে কাজে লাগাতে পারেননি। একটি বাউন্ডারি হাঁকিয়ে টিম সাউদির বলে এলবিডাব্লিউ হয়ে যান। অপর ওপেনার রনি তালুকদারকে (১০) এলবিডাব্লিউ করেন বেন সিয়ার্স। সেই শুরু, এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আশ্চর্যের কথা, কেউ বিশের ঘরেও যেতে পারেননি! দুই অংক ছুঁতে পারেননি ৬ ব্যাটার!

নাজমুল হোসেন শান্ত (১৭), তাওহিদ হৃদয় (১৬), আফিফ হোসেন (১৪), রিশাদ হোসেন (১০), শামীম পাটোয়ারী (৯), শেখ মাহেদী (৪),  শরীফুল ইসলাম (৪), তানভীর ইসলাম (৮) এবং মুস্তাফিজুর রহরমান (৩*) রান করেন। নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল স্যান্টনার মাত্র ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং বেন সিয়ার্স। ১৯.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।

মন্তব্য করুন: