পরাজয়ে নিজেদের যে ভুল খুঁজলেন শান্ত
৩১ ডিসেম্বর ২০২৩
জয়ের সম্ভাবনা জাগিয়েও পরাজয় দিয়ে বছর শেষ করল বাংলাদেশ। বছরের শেষ দিনে নিউ জিল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে ডিএলএস মেথডে বাংলাদেশ হেরেছে ১৭ রানে। ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কোথায় তাদের ভুলটা হয়েছে।
নিউ জিল্যান্ড সফরে প্রথম ওয়ানডে আর টি-টুয়েন্টিতে জয় পাওয়া বাংলাদেশ রোববারের ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি। অল-আউট হয়েছে মাত্র ১১০ রানে। কোনো ব্যাটার বিশের ঘরেও যেতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৪৯ রানে ৫ উইকেট হারালে ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। তবে জিমি নিশাম আর আর মিচেল স্যান্টনারের জুটি এবং বৃষ্টিতে ম্যাচ হারে বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরাজয়ের কারণ নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, “আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে কিন্তু ব্যাটাররা আজ রান পায়নি। বোলারদের সবাই সত্যিই দারুণ করেছে। টি-টুয়েন্টিতে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারদের শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেনি। এটাই আমাদের ভুল ছিল।”
মন্তব্য করুন: