জন্মস্থান সিডনি থেকেই বিদায় নিচ্ছেন ওয়ার্নার

৩১ ডিসেম্বর ২০২৩

জন্মস্থান সিডনি থেকেই বিদায় নিচ্ছেন ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহে সিডনিতে হতে চলা এই ম্যাচ দিয়েই ১২ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার গত জুনে জন্মস্থান সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও তার সেই আবদার মেনে নিয়েছে।

চলতি তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা। সিএ-এর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, "আমরা সিরিজের সবগুলো ম্যাচ জিততে চাই। তাই নির্বাচক প্যানেল মেলবোর্ন টেস্টের স্কোয়াড সিডনিতে অপরিবর্তিত রেখেছে। আমরা ডেভিড ওয়ার্নারের ঘরের মাঠে তার শেষ টেস্ট ম্যাচ ও অবিশ্বাস্য ক্যারিয়ার উদযাপনের অপেক্ষায় আছি।"

টেস্টে ছন্দহীনতার কারণে ওয়ার্নার চলতি সিরিজের দলে ওয়ার্নারকে রাখা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সেই সমালোচনার জবাবে পার্থ টেস্টের প্রথম ইনিংসেই ১৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। পার্থে  এই দুর্দান্ত পারফরম্যান্সই তার দলে সুযোগ পাওয়ার যৌক্তিকতা প্রমাণ করেছে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৩৬০ রানের বড় জয় পায়।

সিডনি টেস্টের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট  বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড,ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাশ লাবুসেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

মন্তব্য করুন: