শান্তকে দীর্ঘমেয়াদে অধিনায়ক চান হাথুরুসিংহেও
৩১ ডিসেম্বর ২০২৩
নেতৃত্বের শুরুতেই ক্রিকেটের তিন ফরম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর কিউইদের মাটিতে তাদেরকে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে প্রথমবার হারানোর ইতিহাস গড়া হয়েছে শান্তর নেতৃত্বেই। দেশের ক্রিকেটাঙ্গনে দাবি উঠেছে, শান্তকে দীর্ঘমেয়াদে জাতীয় দলের নেতৃত্বে আনা হোক। টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহেও তেমনটা চান।
আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যিনি বলেছিলেন, বিশ্বকাপের একদিন পরও অধিনায়ক থাকবেন না। সেসব ভুলে সাকিব এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাই রাজনীতি সামলে ক্রিকেটকে সময় দিতে পারবেন কিনা- তা নিয়ে প্রশ্ন আছে। এমতাবস্থায় বিসিবিও পিছু হঠেছে। তারা সাকিবের সঙ্গে আলোচনা করে পরবর্তী অধিনায়কের বিষয়টি ফয়সলা করতে চায়।
এদিকে রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে আসেন চান্ডিকা হাথুরুসিংহে। শান্তকে দীর্ঘমেয়াদী অধিনায়ক করার পরিকল্পনা আছে কিনা- এমন এক প্রশ্নে হাথুরু বলেন, “আমার মনে হয় তারা বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে সিরিয়াসলি নেওয়ার।”
মন্তব্য করুন: