আমার অবসর ওয়ানডে দলকে এগিয়ে নেবে : ওয়ার্নার

১ জানুয়ারি ২০২৪

আমার অবসর ওয়ানডে দলকে এগিয়ে নেবে : ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন, সেটা আগে থেকেই জানা ছিল। আগ্রাসী এই ওপেনারের শেষ ম‌্যাচ দেখার অপেক্ষায়ও আছেন সমর্থকরা। তবে ওয়ানডে ক্রিকেটের শেষ ম‌্যাচটি যে তিনি খেলে ফেলেছেন, সেটা জানা ছিল না কারোই। এবার কেবল অস্ট্রেলিয়ার হয়ে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন ওয়ার্নার। সোমবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

গত বছরই ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই দলের গুরুত্বপূর্ণ সদস‌্য ছিলেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। বুধবার ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ক‌্যারিয়ারের ১১২তম ও শেষ টেস্ট খেলবেন তিনি। গত ১৯ নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালই ছিল ওয়ার্নারের শেষ ওয়ানডে ম‌্যাচ। আসরে তিনি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নার সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বকাপের সময়ই বলেছিলাম, আমি এটা (ওয়ানডে) চালিয়ে যেতে চাই কিন্তু আমি এই সংস্করণ থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা ওয়ানডে দলকে কিছুটা এগিয়ে যেতে সহায়তা করবে তবে তাদের যতি আমার প্রয়োজন হয়, তাহলে তারা জানে আমি কোথায় আছি।

২০০৯ সালের জানুয়ারিতে অভিষেকের পর ১৬১টি ওয়ানডে আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছেন ওয়ার্নার। সেখানে ৪৫.৩০ গড়ে করেছেন ৬ হাজার ৯৩২ রান, যেখানে রয়েছে ২২টি শতক। এই সংস্করণে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি। তার স্বদেশিদের মধ‌্যে কেবল রিকি পন্টিং (৩০) তার চেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন ওয়ার্নার। আগামী জুনে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও তিনি আশাবাদী, “এটা এমন একটা সিদ্ধান্ত ছিল যা আমার জন্য খুবই ভালো। ভারতের মাটিতে বিশ্বকাপ জয় অসাধারণ একটা ঘটনা।

সিডনি টেস্টের পর চলমান বিগ ব‌্যাশ লিগে খেলবেন ওয়ার্নার। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন‌্যাশনাল লিগ টি-টুয়েন্টিতে খেলার জন‌্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমতি চেয়েছেন তিনি।

মন্তব্য করুন: