‘মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ’ খেলেছে আর্সেনাল
১ জানুয়ারি ২০২৪
মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফর্ম করে শীর্ষস্থান মজবুত করেছিল আর্সেনাল। সময়ের সঙ্গে সঙ্গে সেই পারফরর্মান্সের সক্ষমতা যেন হারিয়ে ফেলেছে দলটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে হেরেছে ২-১ গোলের ব্যবধানে। দলের এমন পারফরম্যান্সকে শিরোপা জয়ের পথে বড় বাধা হিসেবে দেখছেন কোচ মিকেল আর্তেতা।
আর্সেনাল ম্যাচের শুরুতে লিড পেলেও তা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা। যে কারণে গানাররা টেবিলের চারে থেকে ২০২৩ সাল শেষ করেছে। তাই ম্যাচটিকে মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ হিসেবে দেখছেন আর্তেতা। তার ভাষায়, “তিন ম্যাচ আগে আমরা একটা ম্যাচ হারলাম, যেটা সম্পূর্ণভাবে জেতার ছিল। আজকে আমরা মৌসুমে আমাদের সবচেয়ে বাজে ম্যাচটা খেললাম।”
সাংবাদিকদের তিনি আরও বলেন, “বেদনাদায়ক ও দুঃখজনক দিন, আমি সংক্ষেপে এভাবেই বলব… সহজ ভাষায় আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আজ যা হয়েছে তা যেন আর না হয়। কারণ আপনি যদি আবার এটা করেন, তাহলে যেখানে আমরা যেতে চাই সেখানে যাওয়ার সুযোগ আপনি কখনোই পাবেন না।”
উত্তর লন্ডনের দলটি ২০ ম্যাচ খেলার ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে লিভারপুল। দলকে এগিয়ে নিতে উন্নতির দিকে মনোযোগ দেয়া দরকার বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, “আমরা জিততে চাই। এই খেলোয়াড়দের নিয়ে আমাদের লিগে সেরাদের মধ্যে সেরা হওয়ার সুযোগ আছে। তারা সত্যিই ভালো এবং আমরা তাদের নিয়েই এগিয়ে যাব।”
মন্তব্য করুন: