শেষ টেস্টের আগে ব্যাগ চুরি, পুরস্কার ঘোষণা করলেন ওয়ার্নার

২ জানুয়ারি ২০২৪

শেষ টেস্টের আগে ব্যাগ চুরি, পুরস্কার ঘোষণা করলেন ওয়ার্নার

রাত পোহালেই সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এর আগে তিনি ফেঁসে গেলেন অন্যকরম এক ঝামেলায়। ন্আঅমেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে সিডনি যাওয়ার পথে তার ব্যাগ চুরি হয়ে গেছে! সেই ব্যাগেই ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি। সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। এমনকী টুপি ফেরত পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটারদের মাথায় পরিয়ে দেওয়া হয় ব্যাগি গ্রিন টুপি। যা অজিদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সম্মানের বস্তু। সেটা চুরি হয়ে গেলে ওয়ার্নারের ভেঙে পড়া স্বাভাবিক। সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করে অজি তারকা বলেছেন, আমার ব্যাগটি কেউ নিয়ে নিয়েছে। তার মধ্যে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপি ছিল। ওই টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই।

ওয়ার্নার আরও বলেছেন, যিনি ব্যাগ ফেরত দেবেন তাকে কোনোরকম বিপদে পড়তে হবে না। সেইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন অজি তারকা, ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে একইরকম দেখতে আরেকটি ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম দেখতে একটা ব্যাগ আছে। যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান। আপনাকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না। আমি আরেকটা ব্যাগ আপনাকে দেব।

অস্ট্রেলিয়ার হয়ে দুইবারের বিশ্বকাপজয়ী ওয়ার্নার আরও আগেই পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। তার অনুরোধ রক্ষা করে সিরিজের শেষ টেস্ট ওয়ার্নারের ঘরের মাঠ সিডনিতে আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া নতুন বছরের প্রথম দিনে তিনি ওয়ানডে থেকেও অবসর ঘোষণা করেছেন। শেষ টেস্টের আগে এই চুরির ঘটনা নিশ্চয়ই পীড়া দিচ্ছে এই মারকুটে ওপেনারকে? ব্যাগ চোর কি শুনবেন ওয়ার্নারের আকুতি?

মন্তব্য করুন: