দুঁদে গোয়েন্দা লাগিয়ে ওয়ার্নারের ব্যাগ খোঁজার আহ্‌বান পাকিস্তান অধিনায়কের

২ জানুয়ারি ২০২৪

দুঁদে গোয়েন্দা লাগিয়ে ওয়ার্নারের ব্যাগ খোঁজার আহ্‌বান পাকিস্তান অধিনায়কের

সিডনিতে ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলতে নামার আগে গুরুত্বপূর্ণ একটি ব্যাগ খোয়া গেছে ডেভিড ওয়ার্নারের। সেই ব্যাগে অজি ওপেনারের বাচ্চাদের জন্য উপহারের পাশাপাশি ছিল ব্যাগি গ্রিন টুপি। যা প্রতিটি অজি টেস্ট ক্রিকেটারের জন্য অমূল্য সম্পদ। এমন খবর শুনে বেশ চমকে গেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি গোয়েন্দা লাগিয়ে ওয়ার্নারের ব্যাগ খুঁজে আনতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছেন।

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে সিডনি যাওয়ার পথে ওয়ার্নারের সেই ব্যাগ চুরি হয়ে যায়। সেই ব্যাগেই ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি। সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। এমনকী টুপি ফেরত পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পুরস্কারও ঘোষণা করেছেন। যিনি ব্যাগ নিয়েছেন, তার কিছু হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অজি ওপেনার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই খবর শুনে অবাক হয়ে যান শান মাসুদ।

পাকিস্তান অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারাদেশে খোঁজখবর শুরু করা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন। তিনি (ওয়ার্নার) এই খেলাটার বড় একজন দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্‌যাপন তার প্রাপ্য। আশা করছি, পুলিশ এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।

এদিকে ব্যাগ হারানোর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় ওয়ার্নার বলেছেন, আমার ব্যাগটি কেউ নিয়ে নিয়েছে। তার মধ্যে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপি ছিল। ওই টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই। ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে একইরকম দেখতে আরেকটি ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম দেখতে একটা ব্যাগ আছে। যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান। আপনার কোনো বিপদ হবে না। আমি আরেকটা ব্যাগ আপনাকে দেব।

মন্তব্য করুন: