ট্যাক্সিচালক থেকে রেকর্ড বইয়ে পাকিস্তানি বোলার জামাল
৩ জানুয়ারি ২০২৪
দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি পূরণের পর আমের জামালের উদযাপন। ছবি : সংগৃহীত
উপমহাদেশের অধিকাংশ ক্রিকেটারের প্রথম জীবন ছিল সংগ্রাম মুখর। পাকিস্তানের পেস বোলিং অল-রাউন্ডার আমের জামালও এক্ষেত্রে ব্যতিক্রম নন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে তার অভিষেক হয়েছে। বল হাতে পার্থ টেস্টে ৬ উইকেট নেওয়ার পর বুধবার সিডনিতে দেখালেন নিজের ব্যাটিং সামর্থ। দলের মহাবিপদে ৮২ রানের ইনিংস খেলে স্কোরটাকে পৌঁছে দিলেন ভদ্রস্থ জায়গায়। অথচ, ক্রিকেট খেলার পাশাপাশি কী সংগ্রামটাই না করেছেন জামাল!
১৯৯৬ সালে পাকিস্তানের মিয়ানওয়ালিতে জন্ম আমের জামালের। ২০১৪ সালেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে যান। কিন্তু এরপরই ভাগ্য তাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়। পরিবারের খরচ মেটাতে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। জীবিকার জন্য শুরু করেন ট্যাক্সি চালানো। পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাল বলেছিলেন, “ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্যাক্সি চালাতাম। সেই কষ্ট আমাকে নিয়মানুবর্তিতা শিখিয়েছে, এটাও বুঝিয়েছে জগতে সবকিছুরই মূল্য আছে। যখন আপনি কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করবেন তখন মূল্য দিতে শিখবেন।”
ট্যাক্সি চালানোর জন্য চার বছর ক্রিকেটর বাইরে ছিলেন জামাল। কিন্তু মনের গভীরে ঠিকই পুষে রেখেছিলেন ক্রিকেটের প্রতি ভালোবাসা। তাই সুযোগ পেলেই অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেট খেলতেন। তখন একবার পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেটা দেখে ২২ বছর বয়সী জামাল পাকাপাকি সিদ্ধান্ত নেন দেশে ফিরে ক্রিকেট শুরু করার। দৃঢ় সংকল্পই তাকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনে। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। অভিষেকেই মাত্র ১৯ ওভার বল করে ২৮ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট।
এভাবেই নতুন করে শুরু হয় জামালের স্বপ্নযাত্রা। চলতি অস্ট্রেলিয়া সিরিজের পার্থ টেস্ট দিয়ে তারা লাল বলের ক্রিকেটে অভিষেক হয়। সেই ম্যাচের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। এরপর সিরিজের তৃতীয় সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ বলে ৯ চার এবং ৪ ছক্কায় জামাল খেলেন ৮২ রানের অসাধারণ ইনিংস। পাকিস্তানের স্কোর তিনশ পেরিয়ে যায়। জামালের নাম ওঠে রেকর্ড বইয়ে। অভিষেক টেস্ট সিরিজে নূন্যতম পাঁচ উইকেটের পাশাপাশি ফিফটি করা পাকিস্তানের একমাত্র ব্যাটার এখন জামাল।
২৭ বছর বয়সী জামালের ব্যাটিং দেখে খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, “এই ছেলে খুব বেশিদিন আর ৯ নম্বর পজিশনে ব্যাট করবে না।” বুধবার জামালের ব্যাট থেকে কাভার ড্রাইভ, স্কয়ার কাট থেকে পুল-হুকের মতো দুর্দান্ত যে শটগুলো দেখা গেল, তাতে হয়তো দ্রুতই হার্শার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যেতে পারে। টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচে ২০.০২ গড় এবং দুই ফিফটিতে জামালের সংগ্রহ ৭০১ রান। মোটেও বলার মতো কিছু নয়। তবে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যে পারেন, সেটাই যেন এদিন দেখিয়ে দিলেন জামাল।
মন্তব্য করুন: