আইসিসির বর্ষসেরা পুরস্কারের মনোনয়নে ‘মারুফা এক্সপ্রেস’

৩ জানুয়ারি ২০২৪

আইসিসির বর্ষসেরা পুরস্কারের মনোনয়নে ‘মারুফা এক্সপ্রেস’

দুর্দান্ত গতি আর সুইংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে উপাধি পেয়েছেন মারুফা এক্সপ্রেস। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তার এবার স্থান করে নিলেন ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। চারজনের এই তালিকায় মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।

২০২২ সালের ডিসেম্বরে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হয়েছিল মারুফার। তাই ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। গত বছর ৯ ওয়ানডেতে ২৪.৭৭ গড়ে ১০ উইকেট নিয়েছেন মারুফা। ১৪ টি-টুয়েন্টির ১৩ ইনিংসে ২৩.৩০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট, ঢাকায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট তার উল্লেখযোগ্য পারফরমেন্স।

মারুফার প্রতিদ্বন্দ্বী ফিবি লিচফিল্ড টেস্টে ২১.৭৫ গড়ে ৮৭ রান, ওয়ানডেতে ৪৯.১৪ গড়ে ৩৪৪ এবং টি-টুয়েন্টিতে ৮৮ গড়ে করেছেন ৮৮ রান। ডার্সি কার্টার টিটুয়েন্টিতে ২২.৪০ গড়ে ২২৪ রানের পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট। এছাড়া লরেন বেল টেস্টে ৩১.৮৩ গড়ে ৬ উইকেট, ওয়ানডেতে ২৭.৭১ গড়ে ৭ উইকেট আর টি-টুয়েন্টিতে ২৬ গড়ে ৯ উইকেট নিয়েছেন। গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হবেন।

মন্তব্য করুন: