এবার সাকিবের হয়ে ভোট চাইতে মাগুরায় মাশরাফি
৪ জানুয়ারি ২০২৪
সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় যেন তারার মেলা বসেছে। রনি তালুকদার, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাজমুল অপুর পর এবার সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিলেন স্বয়ং মাশরাফি বিন মুর্তজা। যিনি নিজেও নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অশংগ্রহণ করবেন।
মাগুরা-১ আসনে সাকিবের হয়ে ভোট চাইতে বৃহস্পতিবার দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি। এরপর জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে তিনি সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দেন। দেশের ক্রিকেটের দুই সুপারস্টার সাকিব-মাশরাফিকে একসঙ্গে দেখতে মাগুরা শহরে মানুষের ঢল নামে। রাস্তায় রাস্তায় সাকিবকে নিয়ে লিফলেট বিতরণ করেন মাশরাফি।
সাকিব আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর মাশরাফি তাকে অভিনন্দন জানিয়েছিলেন। এরপর সাকিব বলেছিলেন, তার ‘বড় ভাই’ মাশরাফি মাগুরায় যাবেন। কথা রেখেছেন মাশরাফি। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গত বুধবার সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। পেসার আবু হায়দার রনিকেও আজ দেখা গেছে লিফলেট বিলোতে। তাই সাকিবের নির্বাচনী প্রচারণা ঘিরে মাগুরায় এখন উৎসবের আবহ।
মন্তব্য করুন: