তামিমের ব্যাটে বিশ্বকাপ খেলবেন যুবারা
৫ জানুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করছিলেন বাংলাদেশের যুবারা। শুক্রবার সকাল সকালেই সেখানে দেখা গেল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। সঙ্গে ছিল ক্রিকেট ব্যাটের বহর।
পরে জানা যায় অনুজদের জন্যই ব্যাট নিয়ে হাজির হয়েছেন তামিম। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা যুব বিশ্বকাপে তামিমের আনা ব্যাট দিয়ে খেলবেন মাহফুজুর-আশিকুররা।
গত বছরের ১৭ ডিসেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই টুর্নামেন্টের আগেই তামিমের কাছ থেকে ব্যাট কেনার চেষ্টা করেন যুব দলের কয়েকজন। পরবর্তীতে তামিম বাংলাদেশ কিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করে দলের ১৫ ক্রিকেটারের জন্যই ব্যাটের ব্যবস্থা করেন।
এশিয়া কাপ জয়ের পর বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে মাহফুজুর রহমান রাব্বীর দল। বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেতে গত ২ ডিসেম্বর থেকে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন তারা। শনিবার তাদের সর্বশেষ অনুশীলন সেশন। রোববার মধ্যরাতে তারা আয়োজক দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে।
মন্তব্য করুন: