প্রকাশ্যে ধুমপান করে সমালোচনার মুখে ধোনি

৭ জানুয়ারি ২০২৪

প্রকাশ্যে ধুমপান করে সমালোচনার মুখে ধোনি

ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। দুটি বিশ্বকাপসহ আইসিসি আর এসিসির সব শিরোপাই তিনি জিতেছেন। কোটি মানুষের আইডল এই ধোনিই যদি প্রকাশ্যে ধুমপান করে ক্যামরাবন্দি হন, তাহলে ভক্তদের একটা ধাক্কা খাওয়াই স্বাভাবিক। চেন্নাই সুপার কিংস অধিনায়কের এমনই একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় মিডিয়া দাবি করছে, চেন্নাইয়ে একটা অনুষ্ঠানে গিয়ে ধুমপান করেছেন ধোনি। তবে অনুষ্ঠানটি কবে হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ক্রিকেটারদের ধূমপান নতুন কোনও ঘটনাই নয়। বাংলাদেশসহ অনেক দেশের বড় তারকাদের তামাক সেবনের প্রতি আসক্তির কথা শোনা যায়। ধোনির ক্ষেত্রে অবশ্য কখনই এমন কিছু ঘটেনি। তাই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিস্ময়।

এমনিতে ধোনি খুব স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত। অবশ্য তার সাবেক আইপিএল সতীর্থ জর্জ বেইলি একবার বলেছিলেন যে, ধোনি মাঝেমধ্যে ধুমপান করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ধোনি মাঝেমাঝে ধূমপান করে। সে হুঁকো টানতে খুবই পছন্দ করে। নিজের ঘরে মাঝেমাঝে হুঁকোয় টান দেয়। বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টাও করে না। তবে সে নিয়মিত ধুমপায়ী নয়।

ধোনির ধুমপানের ভিডিও দেখে সমর্থকদের একাংশ বলছেন, ধোনি অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ। তাকে দেখে অনেকে ক্রিকেট খেলতেও শুরু করেছে। কিন্তু তার ধূমপানের ভিডিও ভক্তদের ভুল বার্তা দেবে। কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরেক পক্ষ অবশ্য ধোনির হুঁকো টানায় কোনো অন্যায় দেখছে না। তাদের বক্তব্য, মাঝে মধ্যে শখ করে অনেকেই হুঁকো টানেন। তাছাড়া এটা তর ব্যক্তিস্বাধীনতা।

মন্তব্য করুন: