আরও এক অধ্যায় বাকি: ওয়ার্নার

৭ জানুয়ারি ২০২৪

আরও এক অধ্যায় বাকি: ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাকে স্মরণীয় বিদায় জানাতে আয়োজনের কোনো কমতি রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি প্রতিপক্ষ পাকিস্তানও বাঁহাতি এই ওপেনারকে প্রাপ্য সম্মানের মাধ্যমে বিদায় জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার যে এখনও শেষ হয়ে যায়নি, তা আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন ওয়ার্নার।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন- এই কথা ওয়ার্নার আগেই জানিয়েছিলেন। ওই সিরিজের মাঝ পথে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন এই ফরম্যাটে দুইবার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তবে তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সিডনি টেস্ট শেষে এক ইনস্টাগ্রাম পোস্টে সেই কথাই মনে করিয়ে দেন ওয়ার্নার। একই সঙ্গে সমর্থকদেরও জানালেন ভালোবাসা।

রোববার ইনস্টাগ্রামে ওয়ার্নার লেখেন, “দুটি অধ্যায় শেষ হয়েছে। একটি এখনও বাকি। সবাইকে শুধু অনেক বড় এক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।” ফলে আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো এই আসরের শিরোপা জেতার সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১১২ ম্যাচে ২০৫ ইনিংসে ৪৪ দশমিক ৫৯ গড়ে ৮হাজার ৭৮৬ রান করেছেন ওয়ার্নার। যেখানে শতক হাঁকিয়েছেন ২৬টি এবং অর্ধ-শতক ৩৭টি। ক্যারিয়ার শেষ করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। আর ওপেনার হিসেবে সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে।

বিদায়বেলায় সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি ওয়ার্নার। আরেক ইনস্টাগ্রাম পোস্টে টেস্ট দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “যেহেতু অজি টেস্ট ক্রিকেটে দলের সঙ্গে আমার অধ্যায় শেষ হয়েছে, ব্যাগি গ্রিন পরার অবিশ্বাস্য গৌরব ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মহান জাতির প্রতিনিধিত্ব করতে পেরে আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দলের অংশ হতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই যাত্রায় আমি যে দ্বিধাহীন সমর্থন এবং বাকিদের কাছ থেকে আস্থা পেয়েছি তার জন্য সবার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও বিদায় না নিলেও ইতোমধ্যেই নিজের ভবিষ্যৎ ঠিক করে রাখা ওয়ার্নার পোস্টে জানান, ধারাভাষ্য কক্ষে দেখা যাবে তাকে, “আমি অন্তরের গভীর থেকে আমার সতীর্থ, কোচ, দলের সাহায্যকারী সদস্য এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। আমাকে দিকনির্দেশনা ও সাহস জোগানো থেকে শুরু করে আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি কৃতজ্ঞ। এ সব কিছুই আমাকে আজকের পর্যায়ে আসতে সাহায্য করেছে। আমি ধারাভাষ্য কক্ষ থেকে এই দলের বর্তমানে ও সামনে সমৃদ্ধি দেখার জন্য উন্মুখ আছি।”

মন্তব্য করুন: