ভারত করলে ছলচাতুরী, তারা করলে ভুল? – প্রশ্ন গাভাস্কারের

৮ জানুয়ারি ২০২৪

ভারত করলে ছলচাতুরী, তারা করলে ভুল? – প্রশ্ন গাভাস্কারের

দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত কেপটাউন টেস্ট নিয়ে আলোচনা-সমালোচনা এখনও থামছে না। বছরের শুরুতে এই টেস্টের প্রথম দিনই ২৩ উইকেট পতন হয়েছিল! ম্যাচ শেষ হয়ে যায় দেড় দিনে। তাই কেপটাউনের উইকেট নিয়ে চলছে সমালোচনা। যাতে যোগ দিলেন সুনিল গাভাস্কার।

উপমহাদেশের স্পিন সহায়ক উইকেট পশ্চিমা দেশগুলো সবসময়ই নেতিবাচক দৃষ্টিতে দেখে। অনেকে উপহাসও করেন। এখানেই গাভাস্কার প্রশ্ন তুলেছেন যে, ভারতের উইকেটে স্পিন একটু বেশি ধরলেই প্রবল সমালোচনা হয়, তাহলে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো উইকেট তৈরিতে গড়বড় করলে কেন সবাই চুপচাপ? কেন তারা স্রেফ ভুল স্বীকার করেই পার পেয়ে যায়?

কেপটাউন টেস্টের মাঝেই সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক বলেছিলেন যে, পিচ কিউরেটর ভুল করেছে। তার বক্তব্যের পাল্টা দিয়ে মিড-ডেতে পত্রিকায় গাভাস্কার লিখেছেন, তাদের অজুহাতই বলে, এমন পিচ বানানোর ইচ্ছা ছিল না। কিন্তু এমন হয়েছে। হয় বেশি ঘাস রেখে দেওয়া হয়েছে অথবা বেশি পানি দেওয়া হয়েছে, যা শুকানোর যথেষ্ট সুযোগ পায়নি। (প্রথম টেস্টে) তিন দিনের মধ্যে ভারতের হারের পরই হয়তো কিউরেটরকে বলা হয়েছে যে, আরেকটি সিরিজ জিততে ঘাসের উইকেট লাগবে।

গাভাস্কার আরও লিখেছেন, কিউরেটর ভুল করেছে, এমন অজুহাত আসলে সেনা দেশগুলো (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) নিয়মিতই দেয়। আমাদের কিউরেটররা শুষ্ক পিচ বানালে সেটি ছলচাতুরীগত বছর প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর সাবেক এক অস্ট্রেলিয়া অধিনায়ক যেমন বলেছিলেন। আমাদের গ্রাউন্ডসম্যানরা এটি ইচ্ছাকৃতভাবে করে, আর তাদের গ্রাউন্ডসম্যানরা ভুলে করে?

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ওই সিরিজেও ব্রিটিশ মিডিয়ায় ভারতের উইকেটের সমালোচনা করা হবে বলে ভবিষ্যদ্বাণী করে খোঁচা মারতে ছাড়েননি গাভাস্কার, সপ্তাহ তিনেকের মধ্যে আরেকটি টেস্ট সিরিজ শুরু হচ্ছে এমন একটি দেশের সঙ্গে, যাদের সংবাদমাধ্যম সবচেয়ে বেশি ঘ্যানঘ্যান ও হাহাকার করে। তাদের দলের পক্ষে কিছু না গেলেই সমালোচনা করা হয়। অভিযোগও আসবে অনেক।

মন্তব্য করুন: