স্ত্রীর অনুমতির অপেক্ষায় ওয়ার্নার
৮ জানুয়ারি ২০২৪
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ডেভিড ওয়ার্নার। গুঞ্জন আছে, অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার হয়তো আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন। এর মধ্যেই অবসরজীবন নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন ওয়ার্নার। ভবিষ্যতে তিনি কোচিং পেশায় যুক্ত হতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ার্নারের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, “আমার কিছু লক্ষ্য আছে। হয়তো কোচিং করাব। তবে প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলব। যদি অনুমতি পাই, তাহলেই কোচিং পেশায় যুক্ত হব। তবে এত তাড়াতাড়ি নয়। ৫-১০ বছর পর কোচিংয়ে যুক্ত হব। তখন ক্রিকেট আরও বদলে যাবে। বল মেরে ব্যাটারকে আহত করার কথা কেউ হয়তো ভাববেই না।”
ওয়ার্নার কথা বলেছেন স্লেজিং নিয়েও। ক্রিকেট মাঠে স্লেজিংয়ে অস্ট্রেলিয়ানদের বদনাম আছে। সেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও ওয়ার্নার মনে করেন, একদিন স্লেজিং বন্ধ হবে। তার ভাষায়, “আমার মনে হয়, ক্রিকেট মাঠে আর বেশিদিন এ ধরনের ঘটনা দেখবেন না। বরং অনেক বেশি রসিকতা, মজা দেখতে পাবেন। যেমন পাকিস্তানের বিপক্ষে টেস্টে আমার আর শাহিন আফ্রিদির মধ্যে হয়েছে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। মনে হয় না, সামনের দিনেও আগের মতো আগ্রাসী আচরণ খুব একটা দেখা যাবে।”
মন্তব্য করুন: