উইন্ডিজ ‘ভেড়া’ আর অস্ট্রেলিয়া ‘কসাই’
৯ জানুয়ারি ২০২৪
সদ্যই ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধোলাই করেছে অস্ট্রেলিয়া। এবার তাদের প্রতিপক্ষ উইন্ডিজ, যারা গত ২৬ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি। তাছাড়া উইন্ডিজের টেস্ট দলে নেই নামকরা কোনো খেলোয়াড়। তাই একসময়ের পরাক্রমশালী দলটিকে ‘ভেড়া’র সঙ্গে তুলনা করলেন সাবেক ক্যারিবিয়ান তারকা জেফ ডুজন।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ টেস্টে খেলে স্রেফ দুটি তারা ড্র করতে পেরেছে উইন্ডিজ। এবার তো রীতিমতো দুর্বল দল নিয়ে তারা অস্ট্রেলিয়া সফরে গেছে। নতুন মুখই সাত জন। যা নিয়ে দুর্ধর্ষ প্যাট কামিন্সদের সামনে ক্যারিবীয়দের কী অবস্থা হবে, সেটি ভাবতেই নাকি গা শিউরে উঠছে জেফ ডুজনের, “এটা তো বিব্রতকর ঘটনা, অস্ট্রেলিয়া তো আমাদের মতো এমন পরিস্থিতিতে পড়ে না। হয়তো তাদের খেলোয়াড়েরা বেশি দেশপ্রেমিক।”
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য দেশের খেলা বাদ দেওয়া ইদানিং প্রায় সব দেশেই দেখা যায়। উইন্ডিজে এর প্রভাব অনেক বেশি। তাই সাত নতুন মুখ নিয়ে টেস্ট দল সাজাতে হয়েছে। তাও অস্ট্রেলিয়ার মতো সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের বিপক্ষে। বিষয়টিকে তাই ভেড়ার পালের সঙ্গে তুলনা করেছেন জেফ ডুজন।
“ভেড়ার পালকে কসাইখানায় পাঠানোর সঙ্গেই তুলনা চলে ব্যাপারটার। কোনো দুর্বল দলের বিপক্ষে এমন তরুণ একটা দল পাঠালে কোনো ক্ষতি ছিল না। কিন্তু এমন অভিজ্ঞ, প্রতিষ্ঠিত ও শক্তিশালী একটি দলের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকা সাতজনকে নিয়ে গিয়ে খুব বেশি কিছু অর্জিত হবে বলে তো মনে হয় না।”
মন্তব্য করুন: