মাশরাফি-সাকিবকে সংবর্ধনা দেওয়ার ভাবনা বিসিবির
৯ জানুয়ারি ২০২৪
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাস করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। দুজনের মধ্যে সাকিব প্রথমবার হলেও মাশরাফি সাংসদ নির্বাচিত হলেন টানা দ্বিতীয়বার। এই দুই সুপারস্টারকে সংবর্ধনা দেওয়ার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নির্বাচন শেষে সাকিব মাঠে ফিরে রীতিমতো অনুশীলনে নেমে পড়েছেন। তবে মাশরাফি এখনও খেলা থেকে দূরে। তাদের সংবর্ধনার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “দুজনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি।”
বিসিবির এই কর্মকর্তা আশা করেন, মাশরাফির মতো সাকিবও রাজনীতিতে সফল হবেন, “মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। তার মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। আর সাকিব এবার নির্বাচিত হলো। সে খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (রাজনীতিতে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।”
মন্তব্য করুন: