ওয়ার্নারকে ‘গ্রেট’ মনে করেন না বুকানন
১০ জানুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট ওপেনার ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাকে মাঠ থেকে যথোপযুক্ত সম্মানের মাধ্যমে বিদায় জানিয়েছে অস্ট্রেলিয়া দল। পরিসংখ্যান ঘাটলেই দেখা যায়, অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে ওয়ার্নার কতটা সফল। কিন্তু দলটির সাবেক কোচ জন বুকানন তেমনটা মনেই করেন না!
১১২ টেস্টে ৮ হাজার ৭৮৬ রান করেছেন ওয়ার্নার। ওয়ানডে ফরম্যাটেও ১৬১ ম্যাচে করেছেন ৬ হাজার ৯৩২ রান। আর ৯৯ টি-টোয়েন্টি খেলে প্রায় ৩ হাজার রান তার ঝুলিতে। তিন সংস্করণ মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৪৯টি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান কেউ করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল দুজন।
এরপরও ওয়ার্নারকে গ্রেটদের তালিকায় ফেলতে রাজি নন বুকানন। অস্ট্রেলিয়াকে দুই বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া এই কোচ এসইএন রেডিওকে বলেন, “আমার তা মনে হয় না (ওয়ার্নার গ্রেট)। অবশ্যই সে ক্যারিয়ারজুড়ে দারুণ পারফর্ম করেছে। একশর বেশি টেস্ট খেলে ৮ হাজারের বেশি রান করেছে, ১৬০ ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি খেলেছে। তার ব্যাটিং গড়ও বেশ ভালো। স্ট্রাইক রেটও দারুণ।”
বুকানন আরও বলেন, “পারফরম্যান্সের দিক থেকে সে ওখানেই (গ্রেটদের মতো) আছে। তবে আমার মতে যারা এই খেলাটির গ্রেট, তারা ব্যতিক্রমী কিছু করে এবং করেছে। যা অন্যরা করতে পারে না। এজন্যই স্বয়ংক্রিয়ভাবে নাম চলে আসে ব্র্যাডম্যান, ম্যাকগ্রা, ওয়ার্নদের। আমার চোখে তারা গ্রেট। অন্যরা কাছাকাছি আসতে পারে। কিন্তু ঠিক একই কাতারের নয় এবং ওয়ার্নারকে আমি সেই কাতারে দেখি না।”
মন্তব্য করুন: