আবারও ওয়ানডে দলের নেতৃত্বে স্মিথ
১০ জানুয়ারি ২০২৪
রেকর্ড ছয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রায় আড়াই মাস পর রঙিন পোশাকে মাঠে নামছে অস্ট্রেলিয়া। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে আবারও দলের নেতৃত্বে ফিরেছেন স্টিভ স্মিথ। তবে টানা ক্রিকেটের ধকল কাটাতে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে।
বুধবার তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপের দল থেকে আরও বিশ্রাম দেওয়া হয়েছে আসর শুরুর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দলকে নেতৃত্ব দেওয়া অল-রাউন্ডার মিচেল মার্শ এবং দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। তবে দল থেকে বাদ পড়েছেন আরেক অল-রাউন্ডার মারকাস স্টয়নিস। অন্যদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ল্যান্স মরিস।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে বল হাতে গতির ঝড় তুলে চলেছেন মরিস। অনেকের মতে, ডানহাতি এই পেসারই এখন অস্ট্রেলিয়ার দ্রুততম বোলার। এর আগে টেস্ট দলে জায়গা পেলেও স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স পেসত্রয়ীর দুর্দান্ত ছন্দে এখনও সাদা পোশাকে তার অভিষেক হয়নি। সব ঠিক থাকলে এবারের ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে মরিসের গতির উত্তাপ টের পাওয়া যাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজটি আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার শেষ সিরিজ। ২০২২ সালের পর এই সিরিজে দলে জায়গা পেয়েছেন আরেক পেসার জাই রিচার্ডসন। দলে আরও আছেন বিশ্বকাপের আগে ওয়ানডে দলে অভিষেক হওয়া অ্যারন হার্ডি ও ম্যাথিউ শর্ট।
আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে সিডনি ও ক্যানবেরায়।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জ্যাম্পা।
মন্তব্য করুন: