তোমাদের জন্য আমি একাই যথেষ্ট : শেবাগ

১০ জানুয়ারি ২০২৪

তোমাদের জন্য আমি একাই যথেষ্ট : শেবাগ

বল হাতে ছুটছেন শোয়েব আখতার, সামনে ব্যাট উঁচিয়ে ছক্কা মারার অপেক্ষায় বীরেন্দ্র শেবাগ- ক্রিকেটের স্বর্ণযুগের এই দৃশ্য এখনও ক্রিকেটপ্রেমীদের মনে দোলা দিয়ে যায়। পাকিস্তানের বিখ্যাত দুই পেস অস্ত্র ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিসের ক্ষেত্রেও একই গল্প খাটে। ক্যারিয়ার শেষ করার এত বছর পরও তাদের সুসম্পর্ক অটুট আছে। আইএল টি-টুয়েন্টি উপলক্ষে এই তারকাদের দেখা গেল একই ফ্রেমে।

আইএল টি-টুয়েন্টি টুর্নামেন্টে ধারাভাষ্য দেবেন বীরেন্দ্র শেবাগ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার এবং হরভজন সিং। দুই দেশের এই গ্রেট ক্রিকেটারদের নিয়ে একটি প্রোমো ভিডিও তৈরি করেছে আয়োজকেরা। যাতে বেশ মজার ছলে খুনসুটি করেছেন বিখ্যাত এই ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল সাইটে।

সেই প্রোমোতে দেখা যায়, একটি ভিডিও কনফারেন্সে সবাইকে আমন্ত্রণ জানান উপস্থাপিকা। সবার আগে কনফারেন্সে দেখা যায় বীরেন্দ্র শেবাগকে। এরপর যোগ দেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার। তিনি শেবাগকে দেখেই বলেন, “আরে এটা কে এসেছে সবার আগে! আমি তো ভেবেছিলাম এখানে সব বোলারদের ডাকা হয়েছে। এই ভদ্রলোক কেন?” জবাবে শেবাগ বলেন, “শোয়েব, প্রথম বলে ছক্কা মারা আমার কাজ, তোমার নয়।”

এরপর যোগ দেন ‘টু ডব্লিউ’ খ্যাত পাকিস্তানের দুই পেস গ্রেট ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিস। তাদের দেখেই শোয়েব আখতার বলেন, “আরে বীরু, ভয় পেয়ো না। আমরা তিনজন যখন একসঙ্গে খেলেছি, তখন তো তুমি তোমার চশমা পরিষ্কার করতে!”

শেবাগও কি ছাড়ার পাত্র? তিনি পাল্টা শোয়েবকে বলেন, “চশমা মুছে লেন্স পরতাম, যাতে তোমার সুন্দর চেহারাটা আমি ভালোভাবে দেখতে পারি।” এসময় যুক্ত হন ভারতের সাবেক স্পিন তারকা হরভজন সিং। শেবাগ তাকে দেখে বলেন, “আরে এখানে দেখি সব বোলার! সমস্যা নেই। তোমাদের সবার জন্য আমি একাই যথেষ্ট।”

শেবাগ তো আসলে এমনই ছিলেন। দুনিয়ার সব বোলারকে পিটিয়ে ছাতু বানাতে তার জুড়ি ছিল না। 

মন্তব্য করুন: