হেলিকপ্টারে চেপে বিগ ব্যাশের মাঠে নামবেন ওয়ার্নার

১১ জানুয়ারি ২০২৪

হেলিকপ্টারে চেপে বিগ ব্যাশের মাঠে নামবেন ওয়ার্নার

সদ্যই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। এখন প্রস্তুতি নিচ্ছেন বিগ ব্যাশে তার দল সিডনি থান্ডারের হয়ে মাঠে নামার। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগে ওয়ার্নারের প্রত্যাবর্তনটা বেশ অন্যভাবেই হতে যাচ্ছে। ম্যাচের ঠিক আগ মুহূর্তে হেলিকপ্টারে করে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার নিজ শহর সিডনির আরেক দল সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে ওয়ার্নারের থান্ডার। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান শেষ করে সরাসরি হেলিকাপ্টারে করে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) উদ্দেশে ওয়ার্নার পাড়ি জমাবেন । এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার বিদায়ী টেস্টে এসসিজির যেখানে ‘থ্যাংকিউ ডেভ’ লেখা ছিল, ঠিক সেখানেই স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই বিধ্বংসী ওপেনারকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করার কথা রয়েছে।

বিগ ব্যাশে ওয়ার্নারের প্রত্যাবর্তন নিয়ে বেশ উচ্ছ্বসিত তার সতীর্থরা। এ ব্যাপারে থান্ডার পেসার গুরিন্দার সান্ধু বলেন, “আমাদের হয়ে খেলার জন্য সে অনেক শ্রম দিয়েছে। তাকে এখানে পেলে আমাদের খুবই ভালো লাগবে। গত বছর সে খুব বেশি রান করতে না পারলেও তার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দলের সবার সঙ্গে সে নিজের অভিজ্ঞতা ভাগ করেছে। টিম ম্যান হিসেবে সে দারুণ। সমর্থকরাও তার খেলা উপভোগ করে।”

প্রতিপক্ষ সিক্সার্স খেলোয়াড়রাও ওয়ার্নারের প্রত্যাবর্তনের ব্যাপারে খুশি। দলের পেসার শন অ্যাবট তো মজার ছলে বাঁহাতি এই ব্যাটারকে হলিউড তারকাদের সঙ্গে তুলনা করে বলেন, “সে কিছুটা হলিউড তারকাদের মতো, তাই নয় কি? এটাই ডেভি। আজকে আমি মোটর সাইকেল নিয়ে আসছি। আগামীকালও আমি তাই নিয়ে আসব যখন ডেভির হেলিকপ্টার মাঠে নামবে। আমি খুশি যে তারা (থান্ডার কর্তৃপক্ষ) এটা করছে কারণ দেশে যারা ক্রিকেট অনুরাগী আছেন তারা সবাই বিগ ব্যাশে ওয়ার্নারকে দেখার জন্য মুখিয়ে আছে।”

ওয়ার্নারের পাশাপাশি এই ম্যাচ দিয়ে বিগ ব্যাশে প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার স্টিভ স্মিথেরও। সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

মন্তব্য করুন: