টি-টুয়েন্টি তরুণদের শেখার সুযোগ দিচ্ছে না : ক্লাইভ লয়েড

১২ জানুয়ারি ২০২৪

টি-টুয়েন্টি তরুণদের শেখার সুযোগ দিচ্ছে না : ক্লাইভ লয়েড

টি-টুয়েন্টির রমরমার মাঝে টেস্ট আর ওয়ানডে ক্রিকেটের বেহাল দশা। সাবেক ক্রিকেটারদের অনেকেই টি-টুয়েন্টির রাশ টেনে ধরার পরামর্শ দিচ্ছেন। ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড  মনে করেন, টি-টুয়েন্টি তরুণদের ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে দিচ্ছে না। একইসঙ্গে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত লয়েড।

ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লয়েড বলেছেন, আমি আগেও বলেছি এবং আবারও বলছি, টি-টুয়েন্টি হলো প্রদর্শনী আর টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা। আমাদের তরুণদের অভ্যাস হলো বল মেরে মাঠের বাইরে পাঠানো, যেন কোথাও চুক্তিবদ্ধ হতে পারে। এটা আমার অপছন্দ।

বিশ্বজুড়েই এখন নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ গজিয়ে উঠছে। অনেক ক্রিকেটার তো জাতীয় দলের খেলা ফেলে এসব লিগে খেলে বেড়াচ্ছেন। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতেও তারা রাজি নন! আর এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারতের আইপিএল। সেই ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় টি-টুয়েন্টির খারাপ দিকটি তুলে ধরলেন লয়েড।

আমি সেই সময়ে ফিরে যেতে চাই, কোথাও সফরে গিয়ে যখন তরুণদের বেড়ে ওঠার পথটাও করে দেওয়া হতো। এখন সেটি সম্ভব নয়। ইংল্যান্ড সফরে গেলে দুই ধরনের খেলা হয়টেস্ট ও ওয়ানডে এবং তারপর সফর শেষ...তারা (তরুণ) দেশটা সম্বন্ধে কিছু শেখে না। আর এ কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে ক্রিকেট কীভাবে খেলতে হয়, সে বিষয়ে তারা কিছুই শেখার সুযোগ পায় না্।

তবে টি-টুয়েন্টি লিগের বিরোধী নন লয়েড। তিনি চান, টি-টুয়েন্টির জন্য যেন ক্রিকেটের ক্ষতি না হয়, এটা (টি-টুয়েন্টি লিগ) রোমাঞ্চকর ব্যাপার। আমি চাই না এটার জন্য টেস্ট ক্রিকেট জায়গা হারাক। এটা সত্য যে এসব কারণে (ফ্র্যাঞ্চাইজি লিগ) ক্রিকেটারদের জীবন আরেকটু সচ্ছল হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট এখনো গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা আরও বেশি এই সংস্করণ দেখতে পাব।

মন্তব্য করুন: