বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

১৩ জানুয়ারি ২০২৪

বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কন্ডিশন উইকেট সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়ার লক্ষ্যে এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে দেশটি।

আগামী মার্চের শেষের দিকে অস্ট্রেলিয়ার মেয়েরা বাংলাদেশ সফরে আসবে। সফরে নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি খেলার কথা রয়েছে অ্যালিসা হিলি-এলিস পেরিদের। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরে বাংলাদেশের কন্ডিশন সমন্ধে হাতেকলমে অভিজ্ঞতা পাওয়া যাবে বলে মত দিয়ে অস্ট্রেলিয়া মেয়েদের দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, “বাংলাদেশ সফরে আমরা কিছু মাঠে খেলব যেখানে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।

এর আগে ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শেষবার বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের হিলি, পেরি, বেথ মুনি জেস জোনাসেন এখনও জাতীয় দলের হয়ে খেলেন। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হচ্ছে, আসছে সফরে কন্ডিশন সম্পর্কে ধারণা নেবে অস্ট্রেলিয়া।

উপমহাদেশের উইকেট যেহেতু স্পিন সহায়ক, তাই স্বাভাবিকভাবেই অজিদের স্কোয়াডে স্পিনারের কোনো ঘাটতি থাকবে না। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত অজিদের আর কোনো সিরিজ নেই। তাই বাংলাদেশের মাটিতে বাড়তি কিছু ম্যাচ খেলার কথাও তারা ভাবছে।

মন্তব্য করুন: