সমর্থন না পাওয়ায় ভারতের কাছে হেরেছিল পাকিস্তান: মিকি আর্থার

১৩ জানুয়ারি ২০২৪

সমর্থন না পাওয়ায় ভারতের কাছে হেরেছিল পাকিস্তান: মিকি আর্থার

প্রায় দুই মাস হতে চলল ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু আহমেদাবাদে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা যেন এখনও থামছেই না। এবার এই হাওয়ায় পাল দিয়েছেন বিশ্বকাপে পাকিস্তানের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা মিকি আর্থার। তার মতে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক দর্শকের সামনে এক প্রতিকূল পরিবেশে বেশ অসহায় ছিল পাকিস্তান দল।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার ভারতের বিপক্ষে ম্যাচে দলের বাজে পারফরমেন্সের পেছনে কোনো সমর্থন না পাওয়াকে দায়ী করে বলেন, “পাকিস্তানি কোনো সমর্থক না পাওয়াটা অনেক কঠিন ছিল। একটা জিনিস যেটা পাকিস্তান দলকে অনুপ্রেরণা যোগায় তা হলো মাঠে হোটেলে তারা যেরকম সমর্থন পায়। এখানে আমরা এটার কোনোটাই পায়নি। আর বিশ্বকাপের মতো মঞ্চে খেলোয়াড়দের জন্য এটা বেশ হতাশার।

তবে আহমেদাবাদের প্রতিকূল পরিবেশেও বাবর আজমের দল নিজেদের সেরাটা দিয়েছিল বলে দাবি করেন আর্থার।

যেমনটা আপনি ভাবছেন আহমেদাবাদে এটা কঠিন প্রতিকূল পরিবেশ ছিল। তবে আমরা এটা আগে থেকেই অনুমান করছিলাম। আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হয় যে তারা কোনো টুঁ শব্দ কিংবা অভিযোগ করেনি। তারা লড়াই করেছে এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তবে যাইহোক দিনশেষে এটা (সমর্থন) আপনাকে অনুপ্রেরণা যোগায়।

শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপে আসা পাকিস্তানের পারফরমেন্স হতাশ করেছিল দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদেরও। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পর তারা হেরেছিল আফগানিস্তানের কাছেও। ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে বেশ রদবদলও আনা হয় দেশটির ক্রিকেটে।

দলের সেমি-ফাইনাল খেলতে না পারার পেছনে পাকিস্তানে দলের কঠোর সমালোচনাকে দায়ী করে সাবেক এই টিম ডিরেক্টর বলেন, “দলের বাইরে পাকিস্তানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুধু আপনার টুইটারের পাতায় একবার চোখ বুলালেই দেখতে পাবেন বাইরে কত ক্ষোভ জমা হয়েছে। যেটা তাদের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না। এই ক্ষোভগুলো কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না। আমরা জানি আমাদের পরিকল্পনা কি ছিল, দলের মধ্যে কার কি দায়িত্ব ছিল এবং আমরা তাই ধরেই এগিয়েছি।

মন্তব্য করুন: