আবারও চোটে পড়েছেন উইলিয়ামসন
১৪ জানুয়ারি ২০২৪
চোট যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনের। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দলে ফেরার এক ম্যাচ পরেই আবারও চোটের শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন কিউই অধিনায়ক।
রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছাড়েন উইলিয়ামসন। তাকে পর্যবেক্ষণে রাখতে এবং সতর্কতার অংশ হিসেবে ম্যাচের পরের অংশে ডানহাতি এই ব্যাটারকে মাঠে না নামামোর সিদ্ধান্ত নেয় কিউই টিম ম্যানেজমেন্ট। তার অবর্তমানে বাকি ম্যাচে দলের নেতৃত্বে থাকবেন টিম সাউদি।
নিউ জিল্যান্ড ইনিংসের দশম ওভারে ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় পানি পানের বিরতিতে দলের ফিজিওর সঙ্গে উইলিয়ামসনকে কথা বলতে দেখা যায়। সে সময় তিনি ১৫ বলে ৩ চার ও এক ছক্কায় ২৬ রানে ব্যাট করছিলেন।
নিউ জিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে জানানো হয়, “দশম ওভারে রান নিতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন কেইন উইলিয়ামসন। সতর্কতার অংশ হিসেবে দ্বিতীয় টি-টুয়েন্টিতে তিনি আর মাঠে নামবেন না।”
সাম্প্রতিক সময়ে উইলিয়ামসনের চোটে পড়া নতুন কিছু নয়। ২০২৩ আইপিএলের প্রথম ম্যাচে তার দল গুজরাট টাইটানসের হয়ে ফিল্ডিংয়ের সময় তিনি বাঁ হাঁটুর এসিএলের চোটে পড়েন। ছয় মাস পর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেরে উঠলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আবার চোটে পড়েন। বৃদ্ধাঙ্গুলের সেই চোটে তিনি আসরে চার ম্যাচের জন্য ছিটকে যান।
বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেন উইলিয়ামসন। এরপর গত মাসে নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বিশ্রামে থাকলেও টি-টুয়েন্টি সিরিজ দিয়ে তার দলে ফেরার কথা ছিল। কিন্তু ডাক্তারের পরামর্শে শেষ মুহূর্তে তিনি সিরিজ থেকে নিজেকে সারিয়ে নেন।
মন্তব্য করুন: