অশ্বিন সাদা বলের যোগ্য নয়: যুবরাজ সিং
১৪ জানুয়ারি ২০২৪
একটা সময় একসঙ্গে ভারতের জাতীয় দলে খেলেছেন, জিতেছেন বিশ্বকাপ। যুবরাজ সিংয়ের ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে, আর রবিচন্দ্রন অশ্বিন আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ভারতের জাতীয় দলে তাকে এখন খুব একটা দেখা যায় না। সাদা বলে তো আরও না। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেই অশ্বিনের ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন যুবরাজ।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজের কাছে জানতে চাওয়া হয় সাদা বলের ক্রিকেটে অশ্বিনের ভবিষ্যৎ নিয়ে। জবাবে যুবরাজ বলেন, “অশ্বিন অসাধারণ একজন বোলার, কিন্তু আমার মনে হয় না সে ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে থাকার যোগ্যতা রাখে। সে বল হাতে খুবই ভালো করেছে, কিন্তু ব্যাটিংয়ে আর ফিল্ডিংয়ে তার অবদান কী? সে টেস্ট দলে থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না তাকে সাদা বলের ক্রিকেট খেলার যোগ্যতা আছে।”
সাদা বলের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হিসাবে ধরা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু যুবরাজের মতে, হার্দিক খুব চোটপ্রবণ। তাই সূর্যকুমার যাদব, শুভমন গিলের মতো ক্রিকেটারদের তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি, “হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। তাকে দলের প্রয়োজন। কিন্তু চোটের কারণে বার বার তাকে মাঠের বাইরে থাকতে হয়। তাই অধিনায়ক হিসাবে আরও বেশি বিকল্প আমাদের হাতে থাকা উচিত। আমার মনে হয় সূর্য, শুভমনের মতো ক্রিকেটারদের অধিনায়ক হিসাবে ভাবা যেতে পারে।”
মন্তব্য করুন: