চুরি হয়নি ওয়ার্নারের ব্যাগ : যেখানে রাখা ছিল, পাওয়া গেল সেখানেই
১৫ জানুয়ারি ২০২৪
সিডনিতে পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার আগে নিজের একটি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ডেভিড ওয়ার্নার। যেটিতে ছিল তার মহামূল্য ব্যাগি গ্রিন টুপি। অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়েরা এই টুপি পরতে পারেন। সেই ব্যাগ ফেরত পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরস্কারও ঘোষণা করেছিলেন ওয়ার্নার। অবশেষে পাওয়া গেল সেই ব্যাগ। কিন্তু সেটি চুরি হয়নি বা হারিয়েও যায়নি। যেখানে রাখা হয়েছিল, সেখানেই ছিল সেটি!
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, ওয়ার্নারের ব্যাগটি আসলে সিডনির ডাবল বের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের টিম রুমে অন্য ব্যাগগুলোর সঙ্গেই ছিল। মেলবোর্ন টেস্ট শেষে গত ৩১ ডিসেম্বর সিডনিতে ক্রিকেটার-স্টাফদের ৬৪টি ব্যাগ নেওয়া হয় সিডনিতে। সেগুলোর মাঝে ওয়ার্নারের ব্যাকপ্যাকটিও ছিল। এই সাইজের ছোট ব্যাগকে বলা হয় ‘হাফ কফিন’। কিন্তু ব্যাগ খোঁজার সময় ওয়ার্নার জানান, তার ব্যাগটি ছিল ‘ফুল কফিন’। ফলে তৈরি হয় ধোঁয়াশার।
অস্ট্রেলিয়া দলের সেই ৬৪টি ব্যাগে মালিকদের নাম লেখা ছিল। ওয়ার্নারের সেই হাফ কফিনেও লেখা ছিল তার নাম। কিন্তু ওয়ার্নারের ব্যাগের লেবেলটি ছিল দেয়ালের দিকে মুখ করে। যে কারণে কারও নজরে পড়েনি। এছাড়া ওয়ার্নার তার ব্যাগের সাইজ ‘ফুল কফিন’ বলায় ওই ছোট ব্যাগের দিকে কেউ নজরও দেয়নি। তাই সেই ব্যাগ পড়ে ছিল তার জায়গাতেই! আর সেই ব্যাগ নিয়ে বাইরে চলে তোলপাড়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত ওয়ার্নারের ব্যাগটি ফেরত দেওয়ার আহবান জানান। ঘটনার এক পর্যায়ে অস্ট্রেলিয়া দলের ম্যানেজার ক্যাথরিন উইটম্যান সেই ৬৪টি ব্যাগ আবার যাচাই করতে শুরু করেন। সিডনি টেস্টের মাঝেই চলে এই এই চিরুনি অভিযান। অবশেষে খুঁজে পাওয়া যায় ওয়ার্নারের সেই হাফ কফিন ব্যাগ। যাতে ছিল তার দুটি ব্যাগি গ্রিন টুপি। এভাবে ব্যাগ ফিরে পেয়ে ওয়ার্নার এখন আনন্দে আত্মহারা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে, আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ।”
মন্তব্য করুন: