টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে একাই টানছেন রাজা
১৫ জানুয়ারি ২০২৪
জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দলকে একাই টেনে মূল পর্বের টিকেট নিশ্চিত করার খুব কাছে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আসরটিতে দর্শক হয়েই কাটাতে হবে আফ্রিকার দেশটিকে। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের মতো টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে যেন এখনও একাই টেনে নিয়ে যাচ্ছেন রাজা।
সাম্প্রতিক সময়ে দলের হয়ে রাজার পারফরমেন্সের দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায় । গত এক বছরে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচে জিম্বাবুয়ের হয়ে মাঠে নামেন ডানহাতি এই অল-রাউন্ডার। এই ১৩ ম্যাচে ব্যাট হাতে প্রায় সাড়ে ৫২ গড় ও ১৫০ স্ট্রাইক-রেটে ৫৭৭ রান করেছেন। আর বল হাতে ১৩ দশমিক ৩০ গড়ে উইকেট শিকার করেছেন ২০টি। তবে দলের বাকি সদস্যদের সহায়তার অভাবে রাজার এই অতিমানবীয় পারফরমেন্স কাজে আসছে না জিম্বাবুয়ের।
গত এক বছরে ১৬টি টি-টুয়েন্টি খেলেছে জিম্বাবুয়ে, যেখানে জয় ৮ ম্যাচে। এর মধ্যে ৭টি জয়ই এসেছে রাজার হাত ধরে। এই ৭ ম্যাচে ব্যাট হাতে রাজা ছিলেন সবার ধরা ছোঁয়ার বাইরে। প্রায় ৮১ গড় ও ১৭৩ স্ট্রাইক-রেটে রান করেছেন ৪০৪। ছয় ইনিংসে করেছেন ছয়টি ফিফটি। আর বল হাতে ১১ গড়ে নিয়েছেন ১৩ উইকেট।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৬২ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে টানা পাঁচটি ফিফটি হাঁকানো প্রথম ক্রিকেটার হয়েছেন রাজা। বল হাতেও নেন ৩ উইকেট। কিন্তু এই অসাধারণ পারফরমেন্স করেও দলকে জেতাতে পারেননি।
শেষ পাঁচ ম্যাচে রাজা ব্যাট হাতে রান করেছেন ৩৩২ এবং উইকেট নিয়েছেন ১৩টি। দিন শেষে এই পারফরমেন্স দলের কাজে না আসায় হতাশ তিনি। তার বিশ্বাস খারাপ সময় কাটিয়ে দল ঘুরে দাঁড়াবে। এরপরই ব্যক্তিগত পারফরমেন্সকে উপভোগ করতে চান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
মন্তব্য করুন: