বিশ্বকাপকে মাথায় রেখে বিপিএলে মাঠে নামছেন শরীফুল

১৫ জানুয়ারি ২০২৪

বিশ্বকাপকে মাথায় রেখে বিপিএলে মাঠে নামছেন শরীফুল

২০২৩ সালটা স্বপ্নের মতো কেটেছে পেসার শরীফুল ইসলামের। গত বছরে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন বাঁহাতি এই পেসার। বছর জুড়ে খেলা ক্রিকেটের ধকল কাটিয়ে চাঙা হয়েই বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন তিনি। আর টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রেখেই এ বছর মাঠের খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

দুই সপ্তাহের বিশ্রাম কাটিয়ে সোমবার প্রথমবারের মতো তার দল দুর্দান্ত ঢাকার হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে নামেন শরীফুল। দলে সঙ্গী হিসেবে বাঁহাতি এই পেসার পেয়েছেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদকে। ২০২৩ সালে বাংলাদেশের সেরা দুই বোলারও হলেন এই পেস জুটি। বছর জুড়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৮ ম্যাচ খেলে বাঁহাতি শরীফুলের শিকার ৫২ উইকেট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা ডানহাতি তাসকিনের শিকার ৪৬ উইকেট।

প্রথমদিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন বছরেও বল হাতে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশার কথা জানিয়ে শরীফুল বলেন, “আলহামদুলিল্লাহ, গত বছরটা আমার খুব ভালো গেছে। বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার।”

বছর জুড়ে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এছাড়াও জুনে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর এই টানা ক্রিকেটের মধ্যে নিজের ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখছেন শরীফুল। তবে আপাতত পারফরমেন্সের চেয়ে নিজের ফিটনেসের দিকে বেশি নজর দিয়ে এই পেসার বলেন, “যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ, সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।”

বিশ্বকাপের আগে বিপিএলের মঞ্চ খেলোয়াড়দের অনেক সাহায্য করবে বলে জানিয়ে শরীফুল বলেন, “বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি- টুয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি- টুয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।”

মন্তব্য করুন: