তাইজুলকে পেছনে ফেলে ডিসেম্বরের সেরা ক্রিকেটার কামিন্স
১৬ জানুয়ারি ২০২৪
তাইজুল ইসলাম ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ডানহাতি এই পেসারের আগুন ঝরানো বোলিংয়ে টেস্ট সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
মঙ্গলবার ছেলে ও মেয়েদের মাস সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে আইসিসি। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের দীপ্তি শর্মা।
গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিন ঘূর্ণিতে ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছিলেন তাইজুল। সিলেট টেস্টে তার ১০ উইকেট শিকারে ঘরের মাঠে সাদা পোশাকে কিউইদের প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। ঢাকা টেস্টে খুব কাছে গিয়েও জয় বঞ্চিত হয় টাইগাররা। তবে সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়ায় ডিসেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন তাইজুল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে এই স্বীকৃতি নিজের করে নেন কামিন্স।
সিরিজের প্রথম টেস্টে বল হাতে তেমন ঝলক দেখাতে না পারলেও মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে প্রায় একাই জেতান অজি অধিনায়ক। দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করে ম্যাচে নেন ১০ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে পাকিস্তানের সংগ্রহ বেশি বড় হতে দেননি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নিয়ে দলকে নাটকীয় এক জয় উপহার দেন কামিন্স। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছেন ডানহাতি এই পেসার।
ডিসেম্বর সেরা পুরস্কারের স্বীকৃতি পেয়ে কামিন্স বলেন, “সব সংস্করণে দলের জন্য দারুণ একটা বছর গেছে। পাকিস্তানের মতো চ্যালেঞ্জিং একটা দলের বিপক্ষে জিতে শেষটাও ভালো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই গ্রীষ্মের পারফরমেন্সে আমরা সন্তুষ্ট। আমরা এখন ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করছি।”
মন্তব্য করুন: